Advertisement
০৬ নভেম্বর ২০২৪
BJP

BJP: বিজেপি-র প্রথম সাংসদ জঙ্গা রেড্ডি প্রয়াত, হারিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহকে

১৯৯৪ সালের লোকসভা ভোটে হামনকোন্ডা লোকসভা আসনে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মন্ত্রিসভার সদস্য নরসিংহকে হারিয়েছিলেন তিনি।

সি জঙ্গা রেড্ডি।

সি জঙ্গা রেড্ডি। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪০
Share: Save:

প্রয়াত হলেন দেশের প্রথম দুই বিজেপি সাংসদের অন্যতম চেন্দুপাটলা জঙ্গা রেড্ডি। তাঁর বয়স হয়েছিল ৮৭। পরিবার সূত্রে জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

১৯৯৪ সালের লোকসভা নির্বাচনে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হানমকোন্ডা লোকসভা আসনে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মন্ত্রিসভার সদস্য পি ভি নরসিংহ রাওকে হারিয়েছিলেন তিনি। হেরে যাওয়ায় সে বার প্রথমে রাজীব মন্ত্রিসভায় ঠাঁই পাননি পরবর্তীকালের প্রধানমন্ত্রী নরসিংহ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সক্রিয় কর্মী জঙ্গা ১৯৬৭-৮৪ তিন দফায় অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটে জনসঙ্ঘ এবং বিজেপি-র টিকিটে জিতেছিলেন।

ইন্দিরা গাঁধীর মৃত্যুর পরে ১৯৮৪-র লোকসভা ভোটে দেশজোড়া সহানুভূতি হাওয়ায় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। প্রথম বার লোকসভা ভোটে লড়তে নেমে বিজেপি জিতেছিল মাত্র দু’টি আসনে। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হানমকোন্ডার পাশাপাশি গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জেলার মেহসানার লোকসভা আসনে। সে বার মেহসানায় জয়ী বিজেপি নেতা অমৃতলাল কালিদাস পটেল টানা ছ’টি লোকসভা ভোটে জেতেন ওই কেন্দ্র থেকে। কিন্তু জঙ্গার আর সাংসদ হওয়া হয়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE