আগুনে স্টুডিয়োর বিরাট অংশ পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই। ছবি: টুইটার।
মুম্বইয়ের ফিল্ম সিটিতে একটি স্টুডিয়োয় আগুন। শুক্রবার বিকেলে গোরেগাঁওয়ের ফিল্ম সিটির স্টুডিয়োটিতে যখন আগুন লাগে তখন সেখানে একটি সিরিয়ালের শুটিং চলছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় দমকল। আগুনে স্টুডিয়োর বিরাট অংশ পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই।
মুম্বইয়ের গোরেগাঁওতে রয়েছে একাধিক স্টুডিয়ো। বছরের বেশির ভাগ দিনই সেই সব স্টুডিয়োয় দিনরাত চলে শুটিং। শুক্রবার বিকেলে তেমনই এক স্টুডিয়োতে চলছিল দৈনিক সিরিয়াল ‘গুম হ্যায় কিসি কে প্যার মে’-র শুটিং। কাজ চলাকালীনই সেখানে আগুন লেগে যায়। দমকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। দমকল সূত্রে খবর, বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। তার পর শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে খবর, আগুন স্টুডিয়োর অন্যান্য তলে ছড়িয়ে পড়তে পারেনি। দমকলের বেশ কিছু ক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে আগুনে নীচের তলার ২ হাজার বর্গফুটের স্টুডিয়োর ক্ষতি হয়েছে।
Fire breaks out on the set of a TV serial in #Goregaon film city in #Mumbai. Efforts on to douse the blaze, no injuries reported: #BMC pic.twitter.com/RAr2pgOoU4
— #VinchiCode (@VishnuKumbhar7) March 10, 2023
তবে অসমর্থিত সূত্রের খবর, আগুন উপরের তলে না পৌঁছলেও আশপাশের কয়েকটি স্টুডিয়ো ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল আসার আগে নিজেরাই অগ্নিনির্বাপনের কাজে নামেন ফিল্ম সিটির কর্মীরা। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy