পরমাণু অস্ত্র বহন ও তাকে যে পাল্লায় ছোঁড়া যাবে, তার নিরিখে ‘পৃথ্বী-১’-এর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ‘পৃথ্বী-২’। নীচে দেওয়া হল ‘পৃথ্বী-২’-এর বিশেষত্বগুলি।
‘পৃথ্বী-২’-এর বিশেষত্ব কী কী?
মোট ওজন-
৪, ৬০০ কিলোগ্রাম
পরমাণু অস্ত্র বহন ক্ষমতা-
৫০০ কিলোগ্রাম
দৈর্ঘ্য-
৮.৫৬ মিটার
ব্যাস-
১১০ সেন্টিমিটার
ইঞ্জিন-
সিঙ্গল স্টেজ লিকুইড ফুয়েল ডুয়াল মোটর
টার্গেট-
২৫০ থেকে ৩৫০ কিলোমিটার দূরত্ব
নেভিগেশন-
ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy