আমেরিকায় পথ দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছেন মহারাষ্ট্রের বাসিন্দা নীলম শিন্দে। ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। অথচ, আমেরিকা যাওয়ার ভিসা পাচ্ছেন না বাবা-মা। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবু এখনও মেলেনি সবুজ সঙ্কেত। সেই আবহেই এ বার ক্ষোভ উগরে দিলেন নীলমের বাবা।
আরও পড়ুন:
নীলমের বাবা আনন্দ শিন্দে জানিয়েছেন, কোনও ভাবেই আমেরিকায় যাওয়ার ভিসা পাচ্ছিলেন না তাঁরা। মুম্বইয়ের ভিসা অফিসে গিয়ে কাকুতিমিনতি করেও কোনও লাভ হয়নি। উল্টে তাঁদের অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয় বলে অভিযোগ। আনন্দের কথায়, ‘‘ওখানে কেউ আমাদের কোনও কথা শুনছিল না। আমাদের চলে যেতে বলা হয়। বলা হয়, না গেলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে।’’ শেষমেশ ভিসার বন্দোবস্ত করে দেওয়ার জন্য ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নীলমের বাবা-মা। তাঁদের আবেদনে সাড়া দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর। এখন সরকারি হস্তক্ষেপে দম্পতি শেষ পর্যন্ত মেয়ের কাছে যেতে পারেন কি না, সে দিকেই তাকিয়ে সকলে।
আরও পড়ুন:
গবেষণার কাজে গত চার বছর ধরে আমেরিকায় রয়েছেন নীলম। গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। মাথায় চোটের কারণে কোমায় চলে যান নীলম। শরীরের একাধিক হাড়ও ভেঙে গিয়েছে তাঁর। সেই থেকে আমেরিকার এক হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। ঘটনার দু’দিন পেরিয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের সাতারায় নীলমের বাড়িতে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর থেকেই আমেরিকার ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছেন উদ্বিগ্ন বাবা-মা। কিন্তু ভিসা মিলছে না। তাঁদের জানানো হয়েছে, আমেরিকার ভিসার পরবর্তী তারিখ রয়েছে আগামী বছরে! সেই আবহেই সরকারের সাহায্য চেয়েছেন বাবা-মা।