ফারুক আবদুল্লা। জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
টিকা নিয়েও করোনা আক্রান্ত হলেন জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভা সাংসদ ফারুক আবদুল্লা। মঙ্গলবার পুত্র ওমর আবদুল্লা টুইট করে জানিয়েছেন, তাঁর বাবার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ। শরীরে করোনার উপসর্গও রয়েছে।
ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক গত ২ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন শ্রীনগরের একটি হাসপাতালে। দিন কয়েক পরই দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তাঁর। তবে তার আগেই করোনা আক্রান্ত হলেন। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর টুইটারে এই সংবাদ জানিয়ে লিখেছেন, তিনি ও তাঁর পরিবার আপাতত নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। যতক্ষণ না তাঁদের করোনা পরীক্ষা হচ্ছে, ততদিন নিভৃতবাসেই থাকবেন।
My father has tested positive for COVID-19 & is showing some symptoms. I will be self-isolating along with other family members until we get ourselves tested. I request anyone who has come in to contact with us over the last few days to take all the mandated precautions.
— Omar Abdullah (@OmarAbdullah) March 30, 2021
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ টুইট করেন ওমর। লেখেন, ‘আমার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর শরীরে করোনার উপসর্গও রয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে আপাতত নিভৃতবাসে থাকব। যতদিন না আমাদের করোনা পরীক্ষা করা হচ্ছে’। গত কয়েকদিনে তাঁদের পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, টুইটে তাঁদেরও সতর্ক করে ওমর লিখেছেন, ‘আমার অনুরোধ, সম্প্রতি যাঁরা আমাদের কাছাকাছি এসেছেন, তাঁরাও জরুরি সতর্কতাগুলি মেনে চলুন’।
ফারুকের বয়স ৮৪। ইতিমধ্যেই কিডনি প্রতিস্থাপন হয়েছে। দেশে প্রথম দফার টিকাকরণে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হয়েছিল ষাটোর্ধ্ব নাগরিকদের। গত ২ মার্চ শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে টিকা নেন ফারুক ও তাঁর স্ত্রী। টিকা নেওয়ার কথাও টুইটারেই জানিয়েছিলেন ওমর। লিখেছিলেন, ‘আমার বাবা-মা আজ করোনা প্রতিষেধক নিলেন। ওঁর স্বাস্থ্য সংক্রান্ত অনেকরকম সমস্যা রয়েছে। কিডনি প্রতিস্থাপনও হয়েছে। উনি যদি প্রতিষেধক নিতে পারেন, তবে আপনারাও পারবেন’।
Thank you to the doctors, nurses and staff at SKIMS, Srinagar. Today my 85 year old father & my mother had their first COVID jab. My father has a number of health issues including being on immunosuppressants for a kidney transplant. If he can get the vaccine, you should as well. pic.twitter.com/V6yo1zyuGR
— Omar Abdullah (@OmarAbdullah) March 2, 2021
গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এক দিনে ১০৯ জন করোনা সংক্রমিত হয়েছে। যা জম্মু ও কাশ্মীরের মোট সংক্রমণের সংখ্যা নিয়ে গেল ১.৩ লক্ষে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কারও মৃত্যু হয়নি জম্মু ও কাশ্মীরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy