Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Farmers' Protest

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান আটকাল পুলিশ, জলকামান-কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ মিছিল, আহত ১৭

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি।

Farmers called off Delhi march after police open tear gas, water cannon. several injured

শনিবার শম্ভু সীমানায় কৃষকদের মিছিল ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪
Share: Save:

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লি-পঞ্জাবের শম্ভু সীমানায়। ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন সকালে। কিন্তু শম্ভু সীমানায় তাঁদের আটকে দেয় পুলিশ। আন্দোলনরত কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলেই তাঁদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। বিক্ষোভকারীদের জমায়েত হটাতে জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে ১৭ জন কৃষক আহত হয়েছেন বলে খবর। তার পরই কৃষকেরা তাঁদের ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত করে দেন। আবার ‘দিল্লি চলো’ অভিযান করবেন, নাকি অন্য পথে আন্দোলন চালিয়ে যাবেন, তা নিজেদের মধ্যে বৈঠক করেই ঠিক করা হবে বলে জানান কৃষকেরা।

কৃষক নেতা তেজভির সিংহ বলেন, ‘‘আমরা আজকের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। হরিয়ানা পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ফলে ১৭ জন কৃষক গুরুতর আহত হয়েছেন। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা খুব তাড়াতাড়িই ঘোষণা করব।’’

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি। গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকেরা দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন। নভেম্বর থেকে দফায় দফায় ‘দিল্লি চলো’ কর্মসূচি নিয়েছেন তাঁরা। কিন্তু কৃষকদের কর্মসূচি রুখতে শম্ভু সীমানায় ১৬৩ ধারা জারি করে পুলিশ। অম্বালার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের মতো পদক্ষেপও করে তারা।

শনিবার সকালে সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চার তরফে ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণ ভাবে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করে। তবে মিছিল শম্ভু সীমানায় পৌঁছতেই তাদের আটকে দেওয়া হয়। মিছিল এগোনোর চেষ্টা করলে পথ আটকান পুলিশকর্মীরা। দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়েন কৃষকেরা।

এর আগে চার বার কৃষকেরা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতি বারই দিল্লি ঢোকার আগেই আটকে দেওয়া হয় তাঁদের। মিছিলের উপর পুলিশি হানার নিন্দা করেছেন কৃষক নেতা সরওয়ান সিংহ পান্ধের।

অন্য বিষয়গুলি:

Farmers' Protest Tear Gas Water Cannon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy