সিরহিন্দ স্টেশনের কাছে বিস্ফোরণ হয়েছে ট্রেনে। প্রতিনিধিমূলক ছবি।
পঞ্জাবের অমৃতসর থেকে হাওড়াগামী হাওড়া মেলে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সিরহিন্দ রেলস্টেশনের কাছে। বিস্ফোরণের ঘটনায় এক মহিলা-সহ চার যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রেল পুলিশ সূত্রে খবর, ট্রেনটি অমৃতসর ছেড়ে ফতেগড় জেলার সিরহিন্দ স্টেশনের কাছাকাছি পৌঁছতেই একটি অংসরক্ষিত কামরায় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয় পড়েন যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেলপুলিশ (জিআরপি) এবং রেলের শীর্ষ কর্তারা। জিআরপির ডেপুটি পুলিশ সুপার জগমোহন সিংহ জানিয়েছেন, ট্রেনের অসংরক্ষিত কামরায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে চার যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ফতেগড় সাহিব সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই সংরক্ষিত কামরায় প্লাস্টিকের একটি বালতিতে শব্দবাজি ছিল। ট্রেনে কোনও দাহ্য পদার্থ নিয়ে ওঠা নিয়মবিরুদ্ধ। কিন্তু তার পরেও কী ভাবে বাজি ট্রেনের ভিতরে এল, কে রাখল, না কি কোনও যাত্রী সঙ্গে নিয়ে যাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখছে রেল সুরক্ষা বাহিনী। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জিআরপির ডিএসপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy