Advertisement
০১ নভেম্বর ২০২৪

নেত্রীর মন্তব্যে দলে ক্ষোভ

নেওগ-এর মন্তব্যে ক্ষেপে ওঠেন কংগ্রেসের বাঙালি নেতারা।

অসমের প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ। ছবি: সংগৃহীত।

অসমের প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০১:২৪
Share: Save:

অসমের প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ-এর ‘বাঙালি-বিদ্বেষী’ মন্তব্য ঘিরে কংগ্রেসে তোলপাড় শুরু হয়েছে। পরিস্থিতি সামলাতে মাঠে নামতে হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে। দলের সব নেতা-কর্মীকে বুঝেশুনে মন্তব্য করতে বলা হয়েছে। সিএএ নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি অজন্তা নেওগ বলেন, ‘‘বাঙালির জন্যই অসম পিছিয়ে পড়েছে। সিএএ বাতিল না-হলে এখন ৫ লক্ষ হিন্দু বাঙালি নাগরিকত্ব পাবে। কিছু দিন পরেই তা ৪০-৫০ লক্ষে পরিণত হবে।’’

নেওগ-এর এই মন্তব্যে ক্ষেপে ওঠেন কংগ্রেসের বাঙালি নেতারা। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এআইসিসি নেতাদের কাছে তাঁর বিরুদ্ধে নালিশ জানান। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি সভা ডেকে অজন্তার সমালোচনায় সরব হয়। বরাকের নেতাদের ক্ষোভে অবশ্য নীরব থাকে প্রদেশ কংগ্রেস। কিন্তু গত কাল হোজাইয়ের কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী অর্ধেন্দু দে প্রকাশ্যে অজন্তার মন্তব্যের প্রতিবাদ জানান। তার পরে নড়ে বসে প্রদেশ কংগ্রেস। সভাপতি রিপুণ বরা আজ সতর্ক করে দেন, ‘‘সিএএ নিয়ে কোনও জাতি, জনগোষ্ঠী, ভাষাগোষ্ঠী বা কোনও ধর্মের লোকের ভাবাবেগে আঘাত করে কেউ যেন কোনও মন্তব্য না-করেন। এই আন্দোলন যে কোনও বিশেষ ভাষা বা ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়, তা-ও তিনি স্মরণ করিয়ে দেন।

অন্য বিষয়গুলি:

Ajanta Neog Assam NRC CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE