Advertisement
E-Paper

আধার কার্ড না থাকলেও মিলবে রেশন, নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার

২৯ মার্চ দিল্লিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়ার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়।

Even if you don\\\\\\\'t have Aadhaar card, you will get ration, the Narendra Modi government is bringing new rule

সূত্রের খবর, বৈঠকে খাদ্যসচিব জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে খাদ্য মন্ত্রক আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৪:৩৩
Share
Save

আধার কার্ড না থাকলেও এ বার থেকে রেশন পেতে আর কোনও সমস্যা হবে না। কেবলমাত্র রেশন কার্ড থাকলেই পাওয়া যাবে রেশন। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে এমনটাই জানা গিয়েছে। ২৯ মার্চ দিল্লিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়ার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। রেশন ডিলাররা মোট ১৪টি বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। ডিলাররা খাদ্য মন্ত্রকের সচিবকে জানান, আধার কার্ড না থাকার জন্য দেশের কোনও নাগরিককে রেশনের খাদ্যশস্য পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। কারণ দেশের প্রত্যেক মানুষের খাদ্যসামগ্রী পাওয়ার অধিকার রয়েছে। রেশন ডিলার অ্যাসোসিয়েশনের বাংলার প্রতিনিধিরা খাদ্য মন্ত্রকের সচিবকে জানান, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে আধার যাচাই না করতে পারায় অনেক গ্রাহক খাদ্যসামগ্রী পেতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ উঠছে। এমতাবস্থায় আধার কার্ড নেই এমন কোনও ব্যক্তিকে রেশন দেওয়া হলে খাদ্য দফতরের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হচ্ছে রেশন ডিলারদের। সূত্রের খবর বৈঠকে খাদ্যসচিব জানিয়েছেন, এই সংক্রান্ত বিষয়ে খাদ্য মন্ত্রক আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। প্রয়োজনে ওই বিজ্ঞপ্তির কপি রাজ্য সরকারগুলিকে পাঠানো হবে। এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে খাদ্য দফতরকে অবগত করানো গেলেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। ফলে আধার কার্ড না থাকা ব্যক্তিদের রেশন পাওয়ার ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকবে না বলে মনে করছে রেশন ডিলারদের একাংশ। এক রেশন ডিলারের কথায়, ‘‘অনেক সময় গ্রাহকের আধার নম্বর থাকলেও তা যাচাই করতে সমস্যা হয়। আবার কিছু ক্ষেত্রে গ্রাহক বিভিন্ন কারণে আধার কার্ড করে উঠতে পারেন না। তাতে তাঁরা রেশন পাবেন না, এমনটা হতে পারে না। তাই আমরা বিষয়টি খাদ্য মন্ত্রককে জানিয়েছিলাম। মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা আশ্বাস দেওয়ায় আমরা খুশি।’’

সম্প্রতি ১৪ দফা দাবি নিয়ে রেশন ডিলাররা কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল-সহ কয়েকটি মন্ত্রকের সচিবদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অসুবিধার কথা জানিয়েছেন। রেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘আধার কার্ড না থাকায় রেশন পেতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। কোনও অসুবিধার কারণে যদি কোনও ব্যক্তির আধার কার্ড না থাকে, তা হলে তিনি রেশন পাবেন না, এমনটা অমানবিক হবে। তাই আমরা এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের দ্বারস্থ হয়েছিলাম। তাঁদের কাছে আমরা আশ্বাস পেয়েছি, দ্রুতই এই সিদ্ধান্তের কথা খাদ্য মন্ত্রক রাজ্য খাদ্য দফতরকে জানিয়ে দেবে।’’

Aadhar card ration Narendra Modi

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}