বিতর্কে অনুরাগ কাশ্যপ। শুক্রবার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে অনুরাগের মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত। তিনি ব্রাহ্মণদের নিয়ে অতি আপত্তিকর মন্তব্য করেছেন— এই অভিযোগের ভিত্তিতেই ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
অনুরাগ বলেছিলেন, “ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে পরিচালককে কটাক্ষের শিকার হতে হয়। আশুতোষ জে দুবে নামে এক আইনজীবী অভিযোগ দায়ের করে সমাজমাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন।
আশুতোষ লেখেন, “আমি মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছি। ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। এমন হিংসাত্মক মন্তব্য ভদ্র সমাজে মেনে নেওয়া যায় না। আইনের কড়া পদক্ষেপ করা উচিত।”
আরও পড়ুন:
এই পোস্টে আশুতোষ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করে আরও লেখেন, “ব্রাহ্মণ সম্প্রদায়ের এক সদস্য হিসেবে এই মন্তব্যে আমি খুবই আহত হয়েছি। এই ধরনের মন্তব্য জাতিবিদ্বেষের প্রতিফলন তো বটেই। তা ছাড়া এই মন্তব্য হিংসা ছড়াতে এবং সংবিধানের নৈতিক মর্যাদা লঙ্ঘণ করতেও সক্ষম। মুম্বই পুলিশকে অনুরোধ করব, দ্রুত পদক্ষেপ করতে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
এই অভিযোগ নিয়ে অবশ্য অনুরাগ বা তাঁর সহকারী দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। মুম্বই পুলিশও ঘটনা নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি।
প্রতীক গান্ধী ও পত্রলেখার ছবি ‘ফুলে’ নিয়ে সমস্যার সূত্রপাত। জ্যোতিরাও ফুলের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক। কিন্তু ছবি নিয়ে আপত্তি জানান ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। তার জেরেই সিবিএফসি থেকে এখনও ছাড়পত্র মেলেনি ছবির।