Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Emma Watson

কাঠুয়ার কৌঁসুলির পাশে, টুইট এমার

কাঠুয়ার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই যথেষ্ট হয়রানির মুখে পড়তে হয়েছে দীপিকাকে। যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কাও করছেন তিনি।

এমা ওয়াটসন

এমা ওয়াটসন

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ০৩:০৫
Share: Save:

উকিলের পোশাক পরা তাঁর একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি কাঠুয়া কাণ্ডে নির্যাতিতার হয়ে লড়াই আইনি লড়াই চালানো আইনজীবী দীপিকা সিংহ রাজাওয়াত। সেই আইনজীবীর পাশে দাঁড়িয়ে এ বার টুইটারে সরব হলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। দীপিকার একটি ছবি টুইট করেছেন এমা। ছবিতে দেখা যাচ্ছে, আইনজীবীর কালো কোট পরা দীপিকা হাঁটছেন। তাঁর পাশে রয়েছেন কয়েক জন পুরুষ আইনজীবী। ছবিটি শেয়ার করে হ্যারি পটারের অভিনেত্রী লিখেছেন, ‘‘অল পাওয়ার টু দীপিকা সিংহ রাজাওয়াত।’’

কাঠুয়ার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই যথেষ্ট হয়রানির মুখে পড়তে হয়েছে দীপিকাকে। যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কাও করছেন তিনি। দীপিকাকে নিয়ে এমার টুইটে শোরগোল পড়ে গিয়েছে। এর আগেও নারী অধিকার আর সম্মানরক্ষা নিয়ে একাধিক বার সরব হয়েছেন এমা। দীপিকার ছবি টুইটের পরে নেটিজেনদের বেশির ভাগই এমার প্রশংসা করেছেন। তবে জুটেছে সমালোচনাও। টুইটারে একজন লিখেছেন, ‘‘এই মামলাটিকে সমর্থন করার আগে আপনাকে এর পিছনে ষ়ড়যন্ত্র আর রাজনীতিটা বুঝতে হবে।’’ যার পরে নেটিজেনদের একটা অংশের বক্তব্য, এই ধরনের সমালোচকরা গেরুয়া শিবিরের।

এ দিকে, কাঠুয়া কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জি রাম আজ সুপ্রিম কোর্টে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, তিনি নির্যাতিতা শিশুকন্যাটির দাদুর মতো। এই ঘটনায় কোনও ভাবেই জড়িত নন। সিবিআই-ই আসল দোষীদের ধরে শাস্তি দিতে পারবে। মামলাটি কাঠুয়া থেকে চণ্ডীগড়ে সরানোতেও আপত্তি রয়েছে তাঁর। তাঁর দাবি, সাক্ষীদের নিয়মিত কাঠুয়া থেকে চণ্ডীগড়ের আদালতে গিয়ে হাজিরা দেওয়া কঠিন হবে। একই সঙ্গে দীপিকার মতো আইনজীবীকে নিরাপত্তা দেওয়া নিয়েও আপত্তি তুলেছেন সঞ্জি রাম।

অন্য বিষয়গুলি:

Emma Watson এমা ওয়াটসন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE