Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Magunta Raghava

দিল্লির আবগারি দুর্নীতি: ধৃত সাংসদ পুত্র রাঘব

ইডির দাবি, রাজধানীতে মদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল মাগুন্তা শ্রীনিবাসুলু রে়ড্ডির দেখা করেছিলেন।

Picture of Magunta Raghava.

মাগুন্তা রাঘব। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৯
Share: Save:

দিল্লির আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডির পুত্র মাগুন্তা রাঘবকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধেআর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পরে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে (পিএমএলএ) রাঘবকে হেফাজতে নেওয়া হয়েছে। আদালতে তোলা হলে রাঘবকে হেফাজতে চাওয়া হবে বলে ইডি সূত্রে খবর।

এর পাশাপাশি ইডির দাবি, রাজধানীতে মদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল মাগুন্তা শ্রীনিবাসুলু রে়ড্ডির দেখা করেছিলেন। গত সেপ্টেম্বরে ইডি চেন্নাইয়ের একটি অডিট ফার্মে তল্লাশি অভিযান চালায়। মনে করা হচ্ছে, ওই সংস্থার সঙ্গেও যোগ রয়েছে সাংসদ শ্রীনিবাসুলুর।

প্রসঙ্গত রাঘবের গ্রেফতারির আগের দিনই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল কেসিআর-কন্যা কে কবিতার প্রাক্তন হিসাবরক্ষক বুচিবাবু গোরান্তলা-কে। সিবিআইয়ের অভিযোগ, গোরান্তলা তদন্তে সহযোগিতা করছেন না।

এর আগে গত ১২ ডিসেম্বর কে কবিতাকে একই মামলায় প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, দিল্লির আবগারি নীতির সুবিধা পেয়েছিলেন কবিতাও।

গত বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট শিরোমণি অকালি দলের বিধায়ক দীপ মলহোত্রের ব্যবসায়ী পুত্র গৌতমকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। আবগারি দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি-র তালিকায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং কয়েক জন শুল্ক আধিকারিকেরও নাম রয়েছে।

২০২১-২২ অর্থবর্ষে দিল্লি শুল্ক নীতি বাতিল করা হয়। সেই সময়েই আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল।

অন্য বিষয়গুলি:

Enforcement Directorate Delhi arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy