ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা। প্রতীকী ছবি।
ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এই কম্পনের উত্সস্থল হরিয়ানার রোহতক। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ কিলোমিটার নীচে। ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। সকাল ৮টা ১৩ মিনিট নাগাদ ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে কম্পনের মাত্রা ছিল ৩.২। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, এই নিয়ে পর পর দু’ দিন মৃদু এবং মাঝারি মাপের কম্পন অনুভূত হল উত্তর ও উত্তর-পূর্ব ভারতে। ১ জুন, বিকেল ৫টা ৪৩ মিনিটে মণিপুরের সেনাপতি এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। এর আগে ২৯ মে রাত সওয়া ৮টা নাগাদ, জলপাইগুড়িতে মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। তবে কোনও ক্ষেত্রেই কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: এ বার খতম ৫ পাক সেনা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy