উত্তর দিচ্ছিলেন সাংবাদিকদের প্রশ্নের। আর ঠিক সেই সময়ই অঘটন!
সাংবাদিক বৈঠক করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। উত্তর দিচ্ছিলেন সাংবাদিকদের প্রশ্নের। আর ঠিক সেই সময়ই অঘটন! ভেঙে পড়ল ঘরের ছাদ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। সেখানে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তার পরই সাংবাদিক বৈঠকে বসেছিলেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মন্ত্রী। সেই সময় হুড়মুড় করে ছাদের কিছু অংশ ভেঙে পড়ে নকভির পাশের দাঁড়ানো কিছু লোকের গায়ে। ওই ঘটনায় হতচকিত হয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। তবে কেউই আহত হননি।
केंद्रीय मंत्री मुख्तार अब्बास नकवी के सिर पर विकास के बादल जमकर बरसे ।
— Srinivas BV (@srinivasiyc) October 14, 2021
रामपुर की प्रेस कांफ्रेंस में प्रधानमंत्री मोदी के कसीदे पढ़ रहे थे जिस दौरान हुआ हादसा । pic.twitter.com/rxPW2BSckc
ওই ঘটনার পর নকভিকে কটাক্ষ করে জাতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি টুইটারে লেখেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির মাথায় উন্নয়নের আকাশ ভেঙে পড়েছে। সাংবাদিক বৈঠকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুনগান গাইছিলেন তিনি। আর সেই কারণেই এই ঘটনা ঘটল।’’
আজাদির অমৃত মহোৎসব প্রকল্পের আওতায় রামপুরে দেশের ৭০০ শিল্পীদের নিয়ে ‘হুনার হাত’ নামক একটি অনুষ্ঠান পালিত হবে আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy