Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Indigo Flight

মাঝআকাশে টেনেহিঁচড়ে বিমানের দরজা খোলার চেষ্টা মত্তের!

দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানে ঘটনাটি ঘটেছে। বিমান সংস্থার বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫৬-র দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে এই ঘটনা ঘটে।

Drunken Man booked for trying to open emergency exit flap in IndiGo Flight.

বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর মত্ত যাত্রীটিকে সিআইএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ফাইল চিত্র ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১১:১২
Share: Save:

বিমান তখন মাঝআকাশে। নিয়ন্ত্রণ রেখে বিমান ওড়াচ্ছেন বিমানচালক। যাত্রীরা যে যার মতো গল্প করতে, গান শুনতে বা ঘুমোতে ব্যস্ত। এমন সময়ই নিজের আসন ছেড়ে টলমল পায়ে একদম জরুরি দরজার কাছে পৌঁছে গেলেন এক যাত্রী। টেনেহিঁচড়ে সেই দরজা খোলার চেষ্টাও করলেন। আর তা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সহযাত্রীদের মধ্যে। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। এর পর বিমানকর্মীরা তাঁকে ধরে নিয়ে গিয়ে আসনে বসান। বিমান অবতরণের পর ওই যাত্রীর বিরুদ্ধে মামলাও করেছেন বিমান কর্তৃপক্ষ।

দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানে ঘটনাটি ঘটেছে। বিমান সংস্থার বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫৬-র দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে এই ঘটনা ঘটে। ওই যাত্রী মত্ত অবস্থায় ছিলেন। বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর মত্ত যাত্রীটিকে সিআইএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ওই যাত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও বিমান সংস্থা জানিয়েছে।

অন্য বিষয়গুলি:

Indigo Flight Drunken Man bengaluru
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy