অবশেষে এল নয়া ড্রোন বিধি। নিজস্ব চিত্র।
ড্রোন ওড়ানো নিয়ে সঠিক দিশা ভারতবর্ষে নেই, এই অভিযোগ দীর্ঘদিনের। সেই ধোঁয়াশা দূর করে পূর্বঘোষণা মতো ১ ডিসেম্বর থেকে নয়া ড্রোন বিধি চালু করল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক। এখন থেকে ড্রোন ওড়ানোর জন্য প্রয়োজনীয় অনুমতি মিলবে সরকারি ওয়েবসাইট বা পোর্টাল থেকেই। কোন ধরনের ড্রোনের জন্য কী ধরনের অনুমতি দরকার, সেই সংক্রান্ত তথ্যও মিলবে এই ওয়েবসাইট থেকে।
চার বছর ধরে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনার পর তৈরি হয়েছে এই ড্রোন বিধি। কয়েক মাস আগেই এই খসড়া বিধি প্রকাশ্যে এনেছিল কেন্দ্র। সেই খসড়া বিধি দেখে তা সংশোধনের জন্য বিভিন্ন প্রস্তাব যায় কেন্দ্রের কাছে। সেই সব পরামর্শ নেওয়ার পর অবশেষে সামনে নিয়ে আসা হল চূড়ান্ত ড্রোন বিধি।
সরকারের ডিজিটাল ইন্ডিয়া নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ক্ষেত্রেও পুরো বিষয়টি সহজ করার জন্য ডিজিটাল মাধ্যমের ওপরই ভরসা রেখেছে কেন্দ্র। তৈরি করা হয়েছে ডিজিটাল স্কাই নামের একটি পোর্টাল। ড্রোন ওড়ানোর জন্য প্রয়োজনীয় আইনি ছাড়পত্র এবং অনুমতি মিলবে এই পোর্টাল থেকেই।
The #Drone regulations came into effect from today. The #DigitalSky portal is now live https://t.co/iXBkVweM6b
— Jayant Sinha (@jayantsinha) December 1, 2018
Register yourself and your drones here! May a million #drones bloom!@sureshpprabhu @MoCA_GoI
আরও পড়ুন: ‘হিন্দু-মুসলমান একই ব্যবসা করি, এমন হবে কোনও দিন ভাবতে পারিনি’
ডিজিটাল হওয়ার কারণে দেশের যে কোনও প্রান্ত থেকে মিলবে ড্রোন ওড়ানোর প্রয়োজনীয় অনুমতি। পাশাপাশি, মিলবে দেশের যে কোনও প্রান্তে ড্রোন ওড়ানোর অনুমতিও। কোন কোন সংবেদনশীল অঞ্চলে ( রেড জোন) ড্রোন ওড়ানো যাবে না, সেই তালিকাও দেওয়া আছে এই পোর্টালে। এক সঙ্গে অনেক দিনের জন্য ড্রোন ওড়াতে চাইলে সেই ছাড়পত্রও পাওয়া যাবে এই পোর্টাল থেকে। কেউ কী ধরনের ড্রোন ব্যবহার করছেন, তার ওপর নির্ভর করে বিভিন্ন শর্ত রাখা হয়েছে এই নয়া ড্রোন বিধিতে।
আরও পড়ুন: দীপক মিশ্রের আমলে সঠিক পথে চলেনি সুপ্রিম কোর্ট, বিস্ফোরক জোসেফ কুরিয়ান
যাঁরা ড্রোন ব্যবহার করেন, তাঁদের প্রতিটি ড্রোনকে আলাদা করে নথিভুক্ত করতে হবে এই পোর্টালে। এ ছাড়া যাঁরা ড্রোন চালান, সেই পাইলটদেরও এই ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে রাখতে হবে। যদিও ন্যানো ক্যাটেগরি-র ড্রোন অর্থাৎ ২৫০ গ্রামের কম ওজন সম্পন্ন ড্রোনগুলির জন্য এই ছাড়পত্রের কোনও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে এই পোর্টালে।
দীর্ঘ দিনের অপেক্ষার পর ড্রোন নিয়ে ধোঁয়াশা কাটায় খুশি দেশের ড্রোন ব্যবহারকারীরা। এখন থেকে সঠিক আইনি ছাড়পত্র নিয়েই ড্রোন ওড়াতে পারবেন তাঁরা।
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy