সোনা পাচারকাণ্ডে কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের পর তাঁর বন্ধু তথা আরও এক অভিনেতাকে গ্রেফতার করল ডায়রেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন গোয়েন্দারা। ৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন গোয়েন্দারা।
ডিআরআই সূত্রে খবর, ধৃত ওই অভিনেতার নাম তরুণ কোন্ডুরু রাজু। তিনি বেঙ্গালুরুর এক ব্যবসায়ী পরিবারের সন্তান। শুধু তা-ই নয়, ২০১৮ সালে একটি তেলুগু ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছিলেন তিনি। রান্যা রাওয়ের গ্রেফতারির পরই এই পাচারকাণ্ডে গোয়েন্দাদের নজরে ছিলেন তরুণ। পাচারচক্রে তাঁর বড় ভূমিকা আছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই পাচারচক্রে তরুণের কী ভূমিকা ছিল সেটাই এখন তদন্ত করছেন গোয়েন্দারা।
কর্নাটক পুলিশের এক সূত্রের খবর, তেলুগু সিনে দুনিয়ায় বিরাট কোন্ডুরু নামে পরিচিত তরুণ। গোয়েন্দা সূত্রের খবর, রান্যার মোবাইল এবং ল্যাপটপ থেকে যে তথ্য উদ্ধার হয়েছে, সেখানে এই পাচারচক্রের সঙ্গে তরুণের যোগ খুঁজে পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করেছে ডিআরআই। রান্যার দীর্ঘ দিনের সঙ্গী তরুণ। জেরায় তরুণ দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর এবং রান্যার অংশীদারি ব্যবসা রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, রান্যা বিদেশভ্রমণের টাকা দিতেন তরুণকে। জেরায় এমনই দাবি করেছেন তিনি। তবে গোয়েন্দারা সন্দেহ করছেন, এই পাচারচক্রে সিনেজগতের অনেকে যুক্ত রয়েছেন। তাই এই চক্রের শিকড়ে পৌঁছতে তরুণকে জেরা করছেন গোয়েন্দারা।