ইন্টারসেপ্টর এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চাঁদিপুরে। ছবি: টুইটার থেকে নেওয়া।
ক্ষেপণাস্ত্র ছুড়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রযুক্তি আধুনিক আয়ত্ত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। সৌজন্যে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও)-র বিজ্ঞানীরা।
বুধবার সফল ভাবে ফেজ-২ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) কর্মসূচির অন্তর্গত ইন্টারসেপ্টর এডি-১ ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ-পরীক্ষা করেছে। এই প্রযিুক্তির সাহায্যে, শত্রুপক্ষের ছোড়া শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশপথেই ধ্বংস করা সম্ভব বলে ডিআরডিও সূত্রে জানা গিয়েছে।
#DRDOUpdates | DRDO conducts successful maiden flight-test of Phase-II Ballistic Missile Defence interceptor off Odisha coast@PMOIndia @DefenceMinIndia @SpokespersonMoD https://t.co/R8ZYoCyMZ8 pic.twitter.com/hHYOvYNinz
— DRDO (@DRDO_India) November 2, 2022
ডিআরডিও সূত্রের খবর, বুধবার ওড়িশায় চাঁদিপুর সৈকতের কাছে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর প্রত্যাশা অনুযায়ী রেডার টেলিমেট্রি, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং স্টেশন-সহ সবগুলি ব্যবস্থা ঠিক ভাবে কাজ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy