পহেলগাঁও কাণ্ডে তদন্তকারীদের নজরে বৈসরন উপত্যকার এক ‘জ়িপলাইন অপারেটর’। হামলায় তাঁর পরোক্ষ কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওই জ়িপলাইন অপারেটরকে ফের তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। ওই সূত্র মারফত এ-ও জানা গিয়েছে যে, জঙ্গি হামলার পরে ঘটনাস্থলে থাকা প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। নতুন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর দ্বিতীয় বার তলব করা হল ওই ব্যক্তিকে।
সম্প্রতি ঋষি ভাট নামের এক ব্যক্তির তোলা ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লম্বা তার বরাবর এগিয়ে যাচ্ছেন ঋষি। দেশের বহু জায়গাতেই বিনোদনমূলক এই ব্যবস্থাকে ‘জ়িপলাইন’ বলা হয়। তবে ওই ভিডিয়োয় যিনি ‘জ়িপলাইন’ পরিচালনা করছিলেন, সেই কাশ্মীরি যুবককে কিছুটা নিচু স্বরেই নির্দিষ্ট একটি ধর্মীয় বাক্য বলতে শোনা যাচ্ছে। আপাত ভাবে এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কারণ নির্দিষ্ট একটি ধর্মের অধিকাংশ মানুষই ওই বাক্য বলে থাকেন। তবে ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই ধর্মীয় বাক্য বার তিনেক বলার পরেই জঙ্গিরা নিরীহ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। সবুজ উপত্যকায় লুটিয়ে পড়ছেন মানুষজন। দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে আনন্দবাজার ডট কম এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
আরও পড়ুন:
যে ব্যক্তি ভিডিয়োটি তুলেছিলেন, সেই ঋষির দাবি, তিনি ‘জ়িপলাইনে’ ওঠার আগে তাঁর স্ত্রী-পুত্রও তাতে চড়েছিলেন। তাঁরা অপর প্রান্তে পৌঁছে যাওয়ার পর তিনি জ়িপলাইনে ওঠেন। ঋষির দাবি, তাঁর স্ত্রী-পুত্রের সময় ওই ‘অপারেটরের’ মুখে ওই বাক্য শোনা যায়নি। শোনা যায় কেবল তিনি ‘জ়িপলাইনে’ ওঠার পর এবং গুলি চালানোর কয়েক সেকেন্ড আগে। ঋষি এ-ও জানিয়েছেন যে, ‘জ়িপলাইনে’ ওঠার প্রায় ২০ সেকেন্ড পরে তিনি বুঝতে পারেন, নীচে কী ঘটনা ঘটে গিয়েছে।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
২২:৩৯
পাক হাই কমিশনের ইফতার পার্টিতে জ্যোতি, আমলার সঙ্গে কতটা ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ ছিল? পুলিশের নজরে একটি ভিডিয়ো -
১৫:২২
জ্যোতির আগে মাধুরী! প্রণয়ের ফাঁদে পা দিয়ে পাকিস্তানি চরের হাতে গোপন তথ্য তুলে দিয়েছিলেন ভারতীয় কূটনীতিক -
০৭:৫৩
দূরত্ব মিটিয়ে তালিবানের সঙ্গে ‘সন্ধি’, নয়াদিল্লির ‘আফগান তাসে’ রক্তচাপ বাড়ল পাকিস্তানের? -
‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি! বিদেশ মন্ত্রক স্পষ্ট করল জয়শঙ্কর-মন্তব্যের ব্যাখ্যা
-
তেরঙা পতাকায় মোড়া কফিনবন্দি দেহ, হরিয়ানার বাড়িতে শেষ বার ফিরলেন ল্যান্সনায়েক মনোজ