ট্রাম্পকে ভারতে স্বাগত জানালেন মোদী। —ফাইল চিত্র।
প্রথম বার ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমদাবাদে। এমন পরিস্থিতিতে টুইটারেই মার্কিন প্রেসিডেন্টকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ ট্রাম্পকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে বলে জানালেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে এ দিন বিকালে টুইট করেন মোদী। তিনি লেখেন, ‘‘মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে ভারত। আমরা সম্মানিত বোধ করছি যে আগামিকাল তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমদাবাদে ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেবেন।’’ ট্রাম্পের সফর ঘিরে উন্মাদনা কতটা, তা বোঝাতে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণির পোস্ট করা একটি ভিডিয়োও রিটুইট করেন প্রধানমন্ত্রী।
আগামিকাল স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে দু’দিনের ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁদের সঙ্গে ১২ জনের একটি প্রতিনিধি দল ভারতে পা রাখছে, যাতে শামিল রয়েছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনারও। তবে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে অংশ নিলেও, সবরমতী আশ্রমে মার্কিন প্রেসিডেন্ট পা রাখবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
India looks forward to welcoming @POTUS @realDonaldTrump.
— Narendra Modi (@narendramodi) February 23, 2020
It is an honour that he will be with us tomorrow, starting with the historic programme in Ahmedabad! https://t.co/fAVx9OUu1j
মোদীর টুইট।
আরও পড়ুন: ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ বড়াই জিইয়ে রাখতে ফের বন্ধু হয়ে উঠতে পারেন মোদী
আরও পড়ুন: ট্রাম্পের সফরের আগেই বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের অস্থায়ী তোরণ
গোট সফরে ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমদাবাদের মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠান এবং পথসভার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর কাছে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি চাওয়া হয়েছে। এ ছাড়াও আমদাবাদ জুড়ে পুলিশের ৩৩ জন ডেপুটি কমিশনার, ৭৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৩০০ ইনস্পেক্টর, ১০০০ সাব ইনস্পেক্টর, ১২ হাজার জওয়ান এবং ২০০০ মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সবরমতী আশ্রমেও নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। রবিবার নিজে মোতেরা স্টেডিয়ামে পৌঁছে সমস্ত ব্যবস্থাপনা তদারকি করে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy