দলের রাশ ক্রমশ নিজের হাতে নিচ্ছেন পনীরসেলভম।
শশিকলার ভাইপো টিটিভি দিনকরণ ও তাঁর পরিবারকে দল ও সরকারের কাজকর্ম থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পলানীস্বামীর উপর বেশ কয়েক দিন ধরেই চাপ দিচ্ছিল পনীর শিবির। বিধায়কদের একটা বড় অংশ তলে তলে পনীর শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছে তা আঁচ করতে পেরে দিনকরণকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের পর দিনকরণকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী ডি জয়কুমার।
দিনকরণকে সরিয়ে দেওয়ার পর ভাবা হচ্ছিল, আম্মা পরবর্তী তামিল রাজনীতিতে পনীর, পলানীর পর হয়তো নিজের শিবির ঘোষণা করতে পারেন দিনকরণও। কিন্তু হাওয়া অনুকূল নয় দেখে সে রাস্তায় হাঁটলেন না শশিকলার ভাইপো। দলের সিদ্ধান্ত ‘মাথা পেতে’ নিয়ে দিনকরণ বলেন, “আমাকে দল থেকে সরিয়ে দেওয়ায় একটুও অস্বস্তিতে নেই। আমি এক জন পরিণত রাজনীতিক। দলের সিদ্ধান্ত মাথা পেতে নিলাম।”
দিনকরণকে ছেঁটে ফেলার কথা ঘোষণা করছেন জয়কুমার। ছবি: পিটিআই
শশিকলার ভাইপো নিজে মুখে কিছু না বললেও তাঁর হয়ে মুখ খুলেছেন দলের বেশ কয়েক জন নেতা। পুরো বিষয়টাকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করে দিনকরণ শিবিরের মুখপাত্র নাঞ্জিল সম্পথ বলেন, “এআইএডিএমকে শিবিরে ভাঙন ধরাতে চাইছে বিজেপি। দিনকরণকে সরিয়ে দেওয়া সেই প্রক্রিয়ারই অঙ্গ। দলের সবাই ওঁর পাশেই আছেন।”
আরও পড়ুন: শশীকেই সরিয়ে দিলেন পলানী
শশিকলা জেলে যাওয়ার আগে ভাইপো দিনকরণকে দলের সাধারণ সম্পাদক করে গিয়েছিলেন। বিষয়টি ভাল ভাবে নেননি অনেকেই। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগে জড়িয়েছেন তিনি। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে এখন পনীরের মাধ্যমে শশী-পলানী শিবিরে মোক্ষম ঘা মারতে চাইছে বিজেপি। তবে তামিল রাজনীতিতে কোনও রকম নাক গলানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর বক্তব্য, ‘‘ওই রাজ্যে রাজনৈতিক অস্থিরতার পিছনে কেন্দ্রের কোনও ভূমিকা নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy