Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Rajasthan

গণতন্ত্রে বিরুদ্ধ স্বরকে দমিয়ে দেওয়া যায় না, সুপ্রিম কোর্টে প্রাথমিক জয় পাইলট শিবিরের

সচিন পাইলট শিবিরের বক্তব্য, তাঁরা দল ছাড়তে চান না। তাঁরা শুধু দলের নেতৃত্বে পরিবর্তন চান।

এক সময় এমনই ছিল সম্পর্ক। এখম সংঘাত গড়িয়েছে সুপ্রিম কোর্টে। —ফাইল চিত্র

এক সময় এমনই ছিল সম্পর্ক। এখম সংঘাত গড়িয়েছে সুপ্রিম কোর্টে। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ১৩:৩৭
Share: Save:

রাজস্থান মামলায় এমনই মন্তব্য করে কার্যত সচিন পাইলটদের পক্ষেই প্রকাশ করল সুপ্রিম কোর্ট। গণতন্ত্রে বিরুদ্ধ স্বরকে কখনওই দমিয়ে দেওয়া যায় না— মন্তব্য বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চের। রাজস্থানের স্পিকার সি পি জোশীর আর্জি ছিল, পাইলট-সহ ১৯ কংগ্রেস বিধায়ককে বরখাস্ত করার সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। রাজস্থান হাইকোর্ট এই মামলায় সিদ্ধান্ত জানাতে পারবে বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্য দিকে সচিন পাইলট শিবিরের বক্তব্য, তাঁরা দল ছাড়তে চান না। তাঁরা শুধু দলের নেতৃত্বে পরিবর্তন চান।

সচিন পাইলটের নেতৃত্বে কংগ্রেস বিধায়করা বিদ্রোহ ঘোষণার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত দু’টি বৈঠক ডেকেছিলেন। হুইপ জারি করে সব বিধায়ককে বৈঠকে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে যোগ দেননি সচিন পাইলট-সহ ১৯ জন বিধায়ক। ওই বিধায়কদের বরখাস্ত করা যায় কিনা, তা জানতে চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন স্পিকার সি পি জোশী। আবার পাল্টা মামলা দায়ের করে সচিন পাইলটদের দাবি ছিল, তাঁদের বরখাস্ত করতে পারেন না স্পিকার। কারণ, তাঁরা দল ছাড়তে চান না। দলের শীর্ষ নেতৃত্বে বদল আনতে চান। সেই মামলার শুনানিতেই এ দিন এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

স্পিকারের হয়ে আদালতে সওয়াল করছেন কংগ্রেসের আইনজীবী সাংসদ কপিল সিব্বল। শুনানিতে বিচারপতি অরুণ মিশ্রর পর্যবেক্ষণ, ‘‘ধরে নেওয়া যাক, ওই বিধায়করা মানুষের আস্থা হারিয়েছেন। কিন্তু দলে থাকা অবস্থায় তাঁদের বরখাস্ত করা যায় না। তা হলে অনেকেই সেটাকে অস্ত্র হিসেবে প্রয়োগ করবে এবং কেউ দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। গণতন্ত্রকে বিরুদ্ধ স্বরকে কখনওই এ ভাবে দমিয়ে রাখা যায় না।’’ যদিও এই পর্যবেক্ষণে রাজস্থানের প্রসঙ্গ উল্লেখ করেননি বিচারপতি মিশ্র।

আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় ৪৫৭২০ নতুন সংক্রমণ, মৃত্যু ১১২৯

স্পিকারের পক্ষে সওয়াল করে কপিল সিব্বল প্রশ্ন তোলেন, ওই বিধায়করা দলের বৈঠকে যোগ দেননি। তা হলে কেন তাঁদের বরখাস্তের নোটিস ধরাতে পারবেন না স্পিকার? তিনি বলেন, ‘‘এই পর্যায়ে এসে রাজস্থান হাইকোর্ট বিধায়কদের সুরক্ষার কোনও নির্দেশ দিতে পারে না। স্পিকার যখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন, তখন কোনও আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না।’’ কিন্তু সিব্বলের যুক্তি খারিজ করে শীর্ষ আদালত যে সচিন পাইলটদের মামলায় সিদ্ধান্ত জানাবে, তা জানিয়ে দেয় বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ।

আরও পড়ুন: রাজ্যে ফিরল কড়া লকডাউন, বিনা প্রয়োজনে বেরলেই ধরপাকড় চলছে কলকাতায়

বিচারপতি মিশ্র বলেন, ‘‘যাই হোক, ওই ব্যক্তিরা জনগণের দ্বারা নির্বাচিত। তাঁরা কি তাঁদের বিপরীত মত জানাতে পারবেন না?’’ তার পরেও সিব্বলে্র পাল্টা সওয়াল, ওঁদের অবস্থান ব্যাখ্যা করতে হবে।" তিনি ফের বলেন, ‘‘এ বিষয়ে স্পিকারই চূড়ান্ত নেবেন, কোনও আদালত নয়।’’ বৈঠকে যোগ না দেওয়ার অর্থ ওই বিধায়কদের সদস্যপদ খারিজের সমান। কিন্তু সেই যুক্তিও শোনেনি শীর্ষ আদালত। আগামিকাল শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ।

অন্য বিষয়গুলি:

Rajasthan Supreme Court Congress Sachin Pilot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy