Advertisement
০৯ নভেম্বর ২০২৪
SPG Chief

অবসর নেওয়ার আগেই চাকরিতে পুনর্নিয়োগ! চুক্তির ভিত্তিতে এসপিজির প্রধানকে পদে রাখল কেন্দ্র

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, চুক্তির ভিত্তিতে আগামী এক বছর এসপিজি প্রধান হিসাবে দায়িত্ব সামলাবেন অরুণ। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি অরুণের নিয়োগে ছাড়পত্র দিয়েছে।

day before retirement SPG chief Arun Kumar Sinha rehired on contract basis

চুক্তির ভিত্তিতে চাকরিতে পুনর্নিয়োগ করা হল এসপিজি প্রধান অরুণ কুমার সিন্‌হাকে। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৫:১৬
Share: Save:

চাকরি থেকে অবসর নেওয়ার আগেই একই আধিকারিককে একই পদে পুনর্নিয়োগ করল কেন্দ্র। বুধবার স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর প্রধান অরুণ কুমার সিন্‌হার অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবারই তাঁর কার্যকালের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যার অর্থ আগামী এক বছর এসপিজির শীর্ষ পদে থাকবেন ১৯৮৭ ব্যাচের আইপিএস আধিকারিক অরুণ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, চুক্তির ভিত্তিতে আগামী এক বছর এসপিজি প্রধান হিসাবে দায়িত্ব সামলাবেন অরুণ। কেন এটি চুক্তিভিত্তিক নিয়োগ, তারও ব্যাখ্যা মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র মারফত। ওই সূত্রটির মতে, এক জন আইপিএস আধিকারিকের চাকরির মেয়াদ সর্বোচ্চ ছ’মাসের জন্য বৃদ্ধি করা যায়। তার পরে সেই আধিকারিকের চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হলে এসপিজির বিধিতে বদল আনতে হবে। তাই ওই আমলাকে চুক্তির ভিত্তিতে চাকরিতে বহাল রাখল অমিত শাহের মন্ত্রক।

মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি অরুণের নিয়োগে ছাড়পত্র দিয়েছে। ১ জুন থেকেই এক বছরের চুক্তিতে এসপিজি প্রধান হিসাবে কাজ শুরু করবেন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এসপিজি। সম্প্রতি দেশের একাধিক জায়গায় নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতি দেখা গিয়েছে। এক বছরের মাথায় লোকসভা নির্বাচন। মোদী বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচারে যাবেন। তার আগে এসপিজি প্রধান হিসাবে ‘আস্থাভাজন’ আইপিএস আধিকারিককে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদী সরকার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE