ফাইল চিত্র।
প্রয়াত সর্বজিৎ সিংহের দিদি দলবীর কউর। শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৬০। পঞ্জাবের ভিখিউইন্ডে রবিবার দলবীরের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে দীর্ঘ দিন বন্দি ছিলেন ভারতীয় নাগরিক সর্বজিৎ। তাঁকে ফেরানোর জন্য লড়াই করেছিলেন তাঁর দিদি দলবীর।
প্রসঙ্গত, সন্ত্রাসবাদী এবং গুপ্তচর তকমা দিয়ে ভারতীয় নাগরিক সর্বজিৎকে ১৯৯১ সালে প্রাণদণ্ডের নির্দেশ দেয় পাকিস্তানের আদালত। লাহৌর জেলে বন্দি সর্বজিতের মুক্তির জন্য লড়াই করে ভারত সরকার। ২০০৮ সালে পাক-সরকার অনির্দিষ্ট কালের জন্য সর্বজিতের প্রাণদণ্ড মুলতুবি রাখে। কিন্তু ২০১৩ সালে কয়েক জন সহ-বন্দির আক্রমণে নিহত হন সর্বজিৎ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy