গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ৫,৯৭৫ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। —ফাইল চিত্র
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫,২২১। রবিবার এই সংখ্যা ছিল ৫,০৭৬। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দু’হাজারের ঘরে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৮৯৭। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র (৭০১), তামিলনাড়ু (৪৩১), কর্নাটক (৩৭৯),ওড়িশা (২৪৫) এবং পশ্চিমবঙ্গ (২৪১)।
(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে তিন জন, দিল্লি ও ছত্তীশগঢ়ে দু’জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া কর্নাটক, উত্তরপ্রদেশ, ওড়িশা ও পঞ্জাবে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরলে করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু আগেই হয়েছিল যা তালিকায় পরে নথিভুক্ত করা হয়েছে। রবিবার এই সংখ্যা ছিল ৭। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩০ হাজার ৬৭৫ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার অনেকটাই বেড়ে হল ২.৮২ শতাংশ। রবিবার দৈনিক সংক্রমণের হার ছিল ১.৫৮ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ৫,৯৭৫ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৯ লক্ষ ২৫ হাজার ২৩৯ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।
(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ৮,৮৫৯। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ৬,৫৯৪। তার আগের দু’দিন ছিল ৮,৫৮২ এবং ৮,০৮৪। পরের দু’দিনের সংখ্যা ছিল ৮,৮২২ এবং ১২,২১৩। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ৮,৮৫৯, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy