দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক করোনা সংক্রমণ গত ৩ দিন ধরে ছিল ১.৩০ লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে। শুক্রবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২ কোটি ৮৭ লক্ষের কাছাকাছি। তবে সংক্রমণ কমলেও মৃত্যু কমার কোনও লক্ষণই নেই। দু’দিন ৩ হাজারের নীচে থাকার পর শনিবার তা আবার বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। এই বৃদ্ধির জেরে অতিমারি পর্বে দেশের মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ছাড়াল।
দেশের সংক্রমণ গত মাসের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দৈনিক সংক্রমণ গত ৫৮ দিনে সর্বনিম্ন। পাশাপাশি সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫.৭৮ শতাংশ। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১৬ লক্ষের নীচে। কিন্তু দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী কমলেও রাশ টানা যাচ্ছে না মৃত্যু সংখ্যায়। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হচ্ছে অনেক বেশি। যা বাড়াচ্ছে চিন্তা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy