দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও খানিকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১১ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫৫ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৪ জুলাই, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২ হাজার ৫ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৩৪ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ২৯৯ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ কোটি ৮২ লক্ষ ৫৪ হাজার ৯৫৩ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৩ লক্ষ ৮৭ হাজার ৮৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৫ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৩০৬ জন টিকা পেয়েছেন দেশে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy