দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
এক মাসেরও বেশি সময় পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবার নেমেছিল আড়াই লক্ষের নীচে। সোমবার তা আরও কমেছে। যদিও কোভিডের জেরে দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। সোমবারও তা সাড়ে ৪ হাজারের কাছাকাছি রয়েছে। সেই সঙ্গে দেশের মোট মৃত্যু ৩ লক্ষ ছাড়িয়ে গেল। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনাভাইরাস প্রাণ কাড় ৩ লক্ষের বেশি মানুষের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। এই বৃদ্ধির জেরে দেশে মোট মৃতের সংখ্যা হল ৩ লক্ষ ৩ হাজার ৭২০।
দেশের অধিকাংশ রাজ্যে দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সে জন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনও রাজ্যএে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি নয়। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৮৩ জন। মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরলে ২৫ হাজার ৮২০ জন। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। ওড়িশাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এবং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নীচে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy