দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার তা পৌঁছে গেল সাড়ে তিন লক্ষের দোরগোড়ায়। পাশাপাশি দৈনিক মৃত্যুও আড়াই হাজার ছাড়াল এই প্রথমবার। গত ২৪ ঘণ্টায় দু’লক্ষাধিক সুস্থ হয়ে উঠলেও গত এক সপ্তাহ ধরে সক্রিয় রোগী বাড়ছে এক লক্ষেরও বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। সবমিলিয়ে গত বছর থেকে এখনও অবধি আক্রান্ত হলেন ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যু হওয়ায় দেশে এখনও অবধি প্রাণ হারালেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন।
আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগী চ়়ড়চড়িয়ে বাড়ছে। এই বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শনিবপার দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩২৪। যার জেরে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হল ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। এত সংখ্যক করোনা রোগী এর আগে কখনও ছিল না দেশে। গত বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ সর্বোচ্চ সংখ্যক রোগী ছিল দেশে। এ়খনকার সংখ্যা সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy