ছবি এএফপি।
সব ঠিক থাকলে, আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ শুরু হয়ে যাবে ব্রিটেনে। এ দেশে কবে তা মিলবে, স্পষ্ট নয় এখনও। তত দিন পর্যন্ত বিশেষজ্ঞরা ভরসা রাখছেন মাস্ক পরা, বার বার হাত ধোওয়া-সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপরেই। আজ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই হলেও মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪.২৮ লক্ষ। শেষ ১৩২ দিনে সবচেয়ে কম! এর আগে ২৩ জুলাই অ্যাক্টিভ রোগীর সংখ্যা সবচেয়ে কম ছিল। ৪,২৬,১৬৭ জন। মন্ত্রকের মতে, আচমকা নয়, অ্যাক্টিভ রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। যা আশার খবর।
গত তিন দিন ধরে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা থাকছে ৩০ হাজারের আশপাশে। আজ আক্রান্তের সংখ্যা ছিল ৩৬,৬০৪ জন। এক দিনে সুস্থ হয়েছেন ৪৩,০৬২ জন। মৃত্যু হয়েছে ৫০১ জনের। মন্ত্রক জানিয়েছে, মোট সুস্থ ও মোট আক্রান্তের সংখ্যার ফারাক ক্রমশ বাড়ছে। যা আশাপ্রদ। বুধবার সেই সংখ্যাটা ৮৫ লক্ষের মাত্রা অতিক্রম করেছে। দৈনিক সুস্থের তালিকায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র (২৪ ঘণ্টায় ৬২৯০ জন)। তার পরেই রয়েছে কেরল ও দিল্লি। তবে কেরলে আক্রান্তের হার তেমন কমেনি। বুধবার দেশের সবচেয়ে বেশি আক্রান্তের খবর মিলেছে কেরলেই। এক দিনে ৫৩৭৫ জন। তার পরেই রয়েছে মহারাষ্ট্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy