দিল্লির একটি মদের দোকানের সামনে লাইন। ছবি—পিটিআই।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ৬ দিন লকডাউনের কথা ঘোষণা করার পরই বড় লাইন দেখা গেল মদের দোকানগুলির বাইরে। দিল্লির বিভিন্ন এলাকায় মদের দোকানের বাইরে মানুষের লম্বা লাইনের ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেই ছবি মনে করাচ্ছে গত বছরের লকডাউন পরবর্তী সময়কে। দীর্ঘ লকডাউনের পর মদের দোকান খুলতেই এ রকম বড় লাইনের সাক্ষী ছিল দেশের বিভিন্ন শহর।
গত কয়েক সপ্তাহে দিল্লির করোনা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে। দৈনিক আক্রান্ত লাফিয়ে বেড়েছে রাজধানীতে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬২ জন। এই সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্য লকডাউন জারির কথা সোমবার সকালে ঘোষণা করেছেন কেজরীবাল। ১৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী সোমবার ভোর পর্যন্ত। এই ঘোষণার পর আর দেরি করেননি সুরাপ্রেমীরা। সপ্তাহের ‘খোরাক’ জোগাড় করতে তাঁরা লাইন দিয়েছেন মদের দোকানের সামনে।
দিল্লির দরিয়াগঞ্জ, করোল বাগ, গোলে বাজার, খান বাজার— সর্বত্রই মদের দোকানের বাইরে দীর্ঘ লাইন দেখা গিয়েছে।
Delhi: People gather in large numbers outside a liquor shop in Khan Market; social distancing norms flouted.
— ANI (@ANI) April 19, 2021
Lockdown to be imposed in the national capital from 10pm tonight to 6am next Monday (26th April). pic.twitter.com/Fq1iNGJo1d
#WATCH Delhi: A woman, who has come to purchase liquor, at a shop in Shivpuri Geeta Colony, says, "...Injection fayda nahi karega, ye alcohol fayda karegi...Mujhe dawaion se asar nahi hoga, peg se asar hoga..." pic.twitter.com/iat5N9vdFZ
— ANI (@ANI) April 19, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy