পরিযায়ী শ্রমিকদের প্রাণঘাতী বাস। ছবি টুইটার থেকে নেওয়া।
ক’দিন আগেই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ঘরমুখো ১৬ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার স্মৃতিকে উস্কে দিয়ে আজ মধ্যপ্রদেশের গুনা ও উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে দু’টি দুর্ঘটনায় প্রাণ হারালেন বাড়ি ফিরতে চাওয়া ১৪ জন শ্রমিক। আহত ৬১ জন। একটি দল মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের রায়বরেলী ও উন্নাওয়ে ফিরছিলেন। আজ ভোরে গুনার কাছে তাঁদের ট্রাকে ধাক্কা মারে একটি বাস। অন্য দলটি পঞ্জাব থেকে হেঁটে বিহারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ভোর রাতে মুজফ্ফরনগরের কাছে হাইওয়ে দিয়ে হাঁটছিলেন তাঁরা। তাঁদের উপর দিয়ে চলে গিয়েছে সরকারি বাস।
মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, গুনার দুর্ঘটনাটি ঘটেছে ভোর ৩টে নাগাদ। একটি ট্রাকে ৬৫জন শ্রমিক মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের উন্নাওয়ে ফিরছিলেন। গুনা বাইপাসের কাছে একটি বাস উল্টোদিক থেকে ট্রাকটির সামনে চলে আসে। বাসটিতে ড্রাইভার ছাড়া আর কেউ ছিল না। ঘটনাস্থলেই মারা যান আট জন শ্রমিক। গুনার এসপি তরুণ নায়ক জানিয়েছেন, বাকিরা আহত হলেও কারও অবস্থাই সঙ্কটজনক নয়। পুলিশের বক্তব্য, বাস চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। মৃত আট শ্রমিক রায়বরেলী ও উন্নাওয়ের বাসিন্দা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, গুনার হাসপাতালে আহতদের যাতে ঠিক ভাবে চিকিৎসা হয়, সে জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। জানিয়েছেন, শ্রমিকদের দেহ তাঁদের গ্রামে ফেরানো হবে।
মুজফ্ফরনগর থেকে ২০ কিলোমিটার দূরে ঘালাউলি চেকপোস্টের কাছে আজ ভোররাতে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। লকডাউনের মধ্যে বিহারে নিজেদের বাড়িতে ফিরতে পঞ্জাব থেকে হাঁটতে শুরু করেছিলেন ১০ জন পরিযায়ী শ্রমিকের একটি দল। দিল্লি-সহারানপুর হাইওয়ের উপরে তাঁদের পিষে দেয় একটি সরকারি বাস। ঘটনাস্থলেই ছয় জন শ্রমিক মারা যান। এঁদের বাড়ি পটনা, ভোজপুর ও গোপালগঞ্জে। ৫২ বছর বয়সি হারেক সিংহ ও তাঁর ২২ বছর বয়সি পুত্র বিকাশ— দু’জনেই প্রাণ হারিয়েছেন। এঁদের বাড়ি গোপালগঞ্জে। দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত চার জন। উত্তরপ্রদেশ পরিবহণের বাসটি সহারানপুরে পরিযায়ী শ্রমিকদের নামিয়ে দিয়ে আগরায় ফিরছিল। মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে, বাসটির চালক রাজবীর মদ্যপান করেছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। এ দিনই মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রের সীমানার সেন্ধোয়ায় বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। পুলিশকে নিশানা করে পাথরও ছুড়েছেন তাঁরা। মোবাইল ফোনে তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে, অসংখ্য শ্রমিক হাইওয়ের পাশ দিয়ে হাঁটছেন। শ্রমিকদের অভিযোগ, মহারাষ্ট্র সরকার তাঁদের পাঠিয়ে দিলেও যাতায়াত ও খাবারের কোনও ব্যবস্থাই করেনি মধ্যপ্রদেশ সরকার।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাটাতনে বসিয়ে তেলঙ্গানা থেকে মধ্যপ্রদেশে ৭০০ কিমি পাড়ি
আরও পড়ুন: লকডাউন আরও শিথিল চাইছেন দিল্লিবাসী
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy