—ফাইল চিত্র।
ভারতই প্রথম নয়। এর আগে চিন থেকে ব্রিটেনে পাঠানো করোনা-পরীক্ষার টেস্ট কিটে ত্রুটির অভিযোগ উঠেছে। স্পেন, চেক প্রজাতন্ত্র, জর্জিয়া, তুরস্ক, নেদারল্যান্ডসও চিনা কিট নিয়ে একই অভিযোগ তোলে।
চিন আগে বলেছিল, সে দেশের যে সংস্থাটি স্পেনে কিট পাঠিয়েছে, তাদের সরকারি অনুমোদনই নেই। এর পরেই রফতানি-করা কিটের উপরে নজরদারি শুরু করে চিন। দিল্লিতে চিনা দূতাবাসের মুখপাত্র জি রং আজ জানান, কিট সংক্রান্ত রিপোর্ট তাঁদেরও নজরে পড়েছে। তাঁরা ভারতের সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সহায়তা করবেন। আজ আইসিএমআর-সূত্রে জানানো হয়েছে, চিনা কিটগুলির পরীক্ষা চলছে। ফলাফল এলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
দেশে মোট করোনা-সংক্রমিতের সংখ্যা ৮ দিনের মধ্যেই দশ হাজার থেকে আজ কুড়ি হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৯টি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, অ্যান্টিবডি কিট ব্যবহার নিয়ে একটি প্রোটোকল রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ওই পরীক্ষার উদ্দেশ্য মূলত নজরদারি। তা প্রথাগত 'আরটি-পিসিআর' পরীক্ষার বিকল্প নয়। পরীক্ষাগারের বাইরে ওই পরীক্ষা চালালে ফলাফলেও তারতম্য হয়। তবে সংক্রমিত এলাকায় অ্যান্টিবডি টেস্ট কতটা কাজে আসছে, তা খতিয়ে দেখতে রাজ্যগুলির থেকে তথ্য সংগ্রহ চালিয়ে যাবে আইসিএমআর। তাদের নিয়মিত পরামর্শও দেবে।
আরও পড়ুন: সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর ফের বৈঠক
প্রথম বারো
রাজ্য আক্রান্ত মৃত
মহারাষ্ট্র ৫২২১ ২৫১
গুজরাত ২২৭২ ৯৫
দিল্লি ২১৫৬ ৪৭
রাজস্থান ১৮০১ ২৫
তামিলনাড়ু ১৫৯৬ ১৮
মধ্যপ্রদেশ ১৫৯২ ৮০
উত্তরপ্রদেশ ১৪১২ ২১
তেলঙ্গানা ৯৪৫ ২৩
অন্ধ্রপ্রদেশ ৮১৩ ২৪
কেরল ৪২৭ ৩
কর্নাটক ৪২৫ ১৭
পশ্চিমবঙ্গ ৪২৩ ১৫
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটের হিসেব।
সরকারি সূত্রের খবর, আইসিএমআরের তরফে রাজ্যগুলিকে পাঠানো চিনা কিটের প্রতিটির দাম ৭০০ টাকার একটু বেশি। একই দামে চিন থেকে কিট কিনেছে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। কিন্তু ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকার দক্ষিণ কোরিয়া থেকে যে কিট কিনেছে, তার প্রতিটির দাম মাত্র ৩৩৭ টাকা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহ দেও জানান, তাঁরা এমন ৭৫ হাজার টেস্ট কিট কিনছেন। সে ক্ষেত্রে বেশি দাম দিয়ে কেন চিন থেকে ত্রুটিপূর্ণ কিট কেনা হল, পরোক্ষে প্রশ্ন তুলছে কংগ্রেস। এ-ও অভিযোগ উঠেছে, যে সংস্থার মাধ্যমে ওই কিট আসছে, তারা নিজেদের লাভ রাখতে আইসিএমআর-কে প্রায় দ্বিগুণ দামে কিট বিক্রি করেছে।
আরও পড়ুন: রিপোর্টের ক্ষেত্রে আশা করি কেন্দ্রীয় দল নিরপেক্ষ হবে: মুখ্যসচিব
আজ বিজেপি-শাসিত হরিয়ানা বলেছে, তারা ১ লক্ষ চিনা কিটের বরাত বাতিল করছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানান, প্রতিটি চিনা কিটের দাম ৭৮০ টাকা। সেখানে দক্ষিণ কোরিয়ার ‘এসডি বায়োসেন্সর’ ৩৮০ টাকায় কিট দিচ্ছে। এতে ৪ কোটি টাকা সাশ্রয় হবে। চিন থেকে প্রথমে ১৬ এপ্রিল সাড়ে ৬ লক্ষ অ্যান্টিবডি টেস্ট কিট ও ‘আরএনএ এক্সট্র্যাকশন’ কিট এসেছিল। অ্যান্টিবডি কিট পাঠিয়েছিল ‘গুয়াংঝৌ ওন্ডফো বায়োটেক’ ও ‘ঝুহাই লিভজন’ নামের দু'টি সংস্থা। আইসিএমআর সেই কিট রাজ্যগুলিকে দেয়। এর দু'দিন পরে ফের গুয়াংঝৌ থেকে ৩ লক্ষ অ্যান্টিবডি কিট রাজস্থান ও তামিলনাড়ুতে পাঠানো হয় বলে জানান বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিসরি।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক যে, স্বাস্থ্য মন্ত্রক ও আইসিএমআর যাচাই না-করেই এই সব কিট কিনেছে।’’ রাজস্থানে যাওয়া কেন্দ্রীয় দলকেও ক্ষুব্ধ গহলৌত জানান, ৩১ হাজার কিটের বরাত দিয়ে তাঁরা ১০ হাজার পেয়েছেন। তাতেও ত্রুটি বেরোনোয় পরীক্ষার কাজ ধাক্কা খেল।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy