Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
PPE Kits

খোলা মাঠে পড়ে রয়েছে পিপিই কিট

 শিলচর মেডিক্যাল কলেজের কাছেই একটি মাঠে এমন ঘটনা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ৷

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
শিলচর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০৩:৪৪
Share: Save:

ব্যবহৃত পিপিই কিট নিষ্ক্রিয় করার জন্য গর্ত খোঁড়া রয়েছে৷ কিন্তু কিট গর্তে নেই৷ জমছে তার ডানে-বাঁয়ে৷

শিলচর মেডিক্যাল কলেজের কাছেই একটি মাঠে এমন ঘটনা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ৷ খেলার মাঠে গর্ত খোঁড়ায় এর আশপাশে থাকা আবাসনের সবাই দুশ্চিন্তায়৷ কারণ ছেলেমেয়েরা প্রায়ই মাঠে ছোটাছুটি করে৷

কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, বৃষ্টিতে গর্ত জলে ভরে যায়৷ তাই আপাতত পিপিই কিটগুলি উপরেই রাখা হচ্ছে৷ প্রতিদিন বেশি করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হচ্ছে৷

তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ, এমন কথা বলতে পারলেন না মেডিক্যাল কলেজের সুপারিন্টেন্ডেন্ট অভিজিৎ স্বামীও৷ তাঁর কথায়, ‘‘রাস্তাঘাটে যে ব্যবহৃত মাস্ক পড়ে থাকে, সেগুলিও ভাইরাস ছড়াতে পারে৷ তবু আমরা নির্জন এলাকায় এমন ভাবে কিটগুলি রাখছি, যাতে কারও ক্ষতি না হয়৷' অভিজিৎবাবু জানান, জেলা প্রশাসনের সঙ্গে এরই মধ্যে তাঁরা এ নিয়ে কথা বলেছেন৷

অন্য বিষয়গুলি:

PPE Kits Silchar Assam Coronavirus in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy