Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
National News

জামাত নিয়েই যুক্তি সাজাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক

দেশের নানা প্রান্তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন উদ্বিগ্ন বলেও আগরওয়াল জানান।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ০৫:০১
Share: Save:

সংবাদ সংস্থা পিটিআইয়ের হিসেবে তিন হাজারও পেরিয়ে গেল দেশে মোট করোনা-সংক্রমিতের সংখ্যা! সময় লাগল মাত্র দু’দিন।

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, দেশে মোট সংক্রমিত হয়েছেন ২৫৪৭ জন। মারা গিয়েছেন ৬২ জন। সুস্থ হয়েছেন ১৬২ জন। যদিও আজ রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে পাওয়া হিসেব যোগ করে পিটিআই জানাচ্ছে, দেশে সংক্রমিত ৩০৩৪ জন, মৃত ৯০। গত বুধবারেই পিটিআইয়ের হিসেবে মোট সংক্রমণের সংখ্যা ছিল ১৯৪৯।

সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল আজ অবশ্য দাবি করেন, লকডাউন ও পারস্পরিক দূরত্ব নিয়ে প্রচারের জেরে সংক্রমিতের সংখ্যাটা হু-হু করে বাড়েনি। তিনি বলেন, ‘‘গত দু’দিনে ১৪টি রাজ্যে অন্তত ৬৪৭টি কোভিড-১৯ পজিটিভ কেস পাওয়া গিয়েছে, যার সঙ্গে তবলিগি জামাতের যোগ রয়েছে। সংক্রমিতের সংখ্যা বেড়েছে একটি নির্দিষ্ট অংশে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জন করোনা-রোগীর। বেশ কয়েকটি মৃত্যুর সঙ্গেও তবলিগি জামাতের যোগ পাওয়া গিয়েছে।’’

আরও পড়ুন: করোনা-সঙ্কটে আঁধার কাটাতে ৯ মিনিটের দীপাবলি!

দেশের নানা প্রান্তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন উদ্বিগ্ন বলেও আগরওয়াল জানান। ইনদওর, হায়দরাবাদ, মুঙ্গেরের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রী তাই বলেছেন, ‘করোনা-যোদ্ধাদের’ পথে যেন বাধা সৃষ্টি না-হয়। কিন্তু এতে পুরোপুরি আশ্বস্ত হচ্ছেন না ডাক্তারেরা। সুরক্ষা-সরঞ্জাম (পিপিই)-এর অভাবের প্রতিবাদে দিল্লির একটি হাসপাতালের চিকিৎসকেরা গত কাল ইস্তফা দেন। দিল্লির এমস, সফদরজঙ্গ থেকে জম্মুর হাসপাতাল— দেশে অন্তত ১০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত। এমসের করোনা-আক্রান্ত চিকিৎসকের অন্তঃসত্ত্বা স্ত্রীও (তিনিও চিকিৎসক) সংক্রমিত হয়েছেন। অথচ কোথাও কোথাও সাধারণ মুখোশ ও দস্তানাই সম্বল চিকিৎসকদের। আজও মুম্বইয়ের ধারাভিতে এক ডাক্তারের দেহে সংক্রমণ মিলেছে।

আগরওয়াল আজ জানিয়েছেন, কাজ করার সময়ে সংক্রমণ এড়ানো, পিপিই ব্যবহার করা, কোয়রান্টিন বা নিভৃতবাসের রোগীদের সামলানো, ইত্যাদি বিষয়ে ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত একটি নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রক জারি করেছে। প্রশ্ন উঠেছে, পর্যাপ্ত পিপিই থাকলে তবে তো ব্যবহারবিধির কথা আসবে! অনেকটা একই উদ্বেগ নিরাপত্তা কর্মীদের ঘিরে। মুম্বইয়ে অন্তত ১০ জন সিআইএসএফ জওয়ান করোনা-আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের হিসেবে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৯০, মৃত্যু ২৬টি। ভোপালে স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জে বিজয়কুমারের দেহে সংক্রমণ ধরা পড়েছে। জম্মু-কাশ্মীরে ৩৪টি ‘রেড জ়োন’ চিহ্নিত করা হয়েছে। আরও ৫ জন আক্রান্ত হওয়ায় সেখানে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫।

মৃত্যুর তালিকায় আজ জুড়েছে অন্ধ্রপ্রদেশ। কর্তারা জানিয়েছেন, মৃত ব্যক্তির ছেলে তবলিগি জামাত থেকে ফিরেছিলেন। ৩০ মার্চ বিজয়ওয়াড়ায় মারা যান বৃদ্ধ। আজ তাঁর করোনা-পজিটিভ রিপোর্ট আসে। আজ গুজরাতে দু’জন, তেলঙ্গানায় দু’জন মারা যান। দিল্লির এক বৃদ্ধা মারা যান চণ্ডীগড়ের হাসপাতালে। করোনা-সংক্রমণের আশঙ্কায় অমৃতসরে আত্মঘাতী হয়েছেন এক প্রৌঢ় দম্পতি।

আইসিএমআরের এক কর্তা আজ জানান, করোনা-হটস্পটগুলিতে যে কোনও মানুষকে বেছে নিয়ে অ্যান্টিবডি পরীক্ষার বিষয়ে আগামিকালের মধ্যেই নির্দেশিকা বেরোবে বলে তিনি আশাবাদী। ইটালি থেকে ফেরা ২১৭ জন ভারতীয় গত ১৪ দিন আইটিবিপি-র নিভৃতবাস শিবিরে ছিলেন। আজ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যেই আজ রাত ৮টা থেকে ৪৮ ঘণ্টার শাটডাউন ঘোষণা করা হয়েছে ওড়িশার তিন শহর ভুবনেশ্বর, ভদ্রক ও কটকে। মুখ্যসচিব জানান, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় এই সিদ্ধান্ত।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus Tablighi Jamaat Nizamuddin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy