গ্রাফিক: শৌভিক দেবনাথ
এক দিনে দেশে করোনা-পরিস্থিতি আরও উদ্বেগজনক হল। শনিবার দেশ জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সাড়ে ৭ হাজারের কাছাকাছি। সেই সঙ্গে রাতারাতি আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা এখন ২৩৯। সব মিলিয়ে এ দিন দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪৭।।
গত কয়েক দিন ধরেই এক দিনের মধ্যে দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ওঠানামা করেছে। সোমবার দেশে সেই সংখ্যাটা ছিল ৭০৪। যদিও মঙ্গলবার তা খানিকটা কমে হয় ৫০৮। এর পর বুধবার তা আরও কিছুটা কমে গিয়ে হয় ৪৮৫। তবে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ফের বেড়ে দাঁড়ায় ৫৯১-তে। শুক্রবার তা আরও খানিকটা বেড়ে হয়েছিল ৬৭৮ জন। শনিবার সেই সংখ্যাটা ১ হাজার পেরিয়ে গেল। গত ১৪ ঘণ্টায় আরও ১০৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা-আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে মহারাষ্ট্র, দিল্লি বা তামিলনাড়ু।
উদ্বেগ দেখা দিয়েছে উত্তর-পূর্বের অসমকে নিয়েও। শুক্রবার করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে অসমে। অসমের হাইলাকান্দি জেলার ৬৫ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ছিলেন। গত কাল সকালে শিলচর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: আইসোলেশন কোচ গড়তে দেরি পূর্ব রেলে
করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৬৪। এর মধ্যে ইতিমধ্যেই সে রাজ্যে মৃত্যু হয়েছে ৯৭ জনের।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গ্রাফিক আপডেট হচ্ছে
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy