সঙ্কটে করোনা রোগী। ফাইল ছবি।
সংক্রমণের পাশাপাশি দেশ জুড়ে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। করোনার দ্বিতীয় পর্বেও এ ব্যাপারে শুরু থেকেই শীর্ষে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে মৃত্যু হয়েছে ৭৭৩ জনের। এক দিনে এত লোকের মৃত্যু এর আগে কখনও হয়নি মহারাষ্ট্রে। গত কয়েক দিন ধরেই ৬০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৬ হাজার ৮৩৬ জন।
বিপুল সংখ্যক আক্রান্তের জেরে সে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যাও আকাশ ছোঁয়া। এই মুহূর্তে সেখানে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৯১ হাজার ৮৫১ জন। যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সে রাজ্যে জারি হয়েছে ‘করোনা কার্ফু’।
মহারাষ্ট্রের মধ্যে সবথেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন পুণেতে। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৬৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। মুম্বইয়েও রোজ ৭ হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছেন। তবে নাগপুরে দৈনিক আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে গত কয়েক দিনে। গত ২৪ ঘণ্টায় মুম্বইকে ছাপিয়ে সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৮ হাজার জন। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করেছে উদ্ধব সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy