Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Coronavirus

দেশে পাঁচশো ছাড়াল আক্রান্তের সংখ্যা, বিশ্বে মৃত ১৬ হাজার: করোনা আপডেট এক নজরে

সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দেশ জুড়ে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৮টি জেলায় লকডাউন চালু করা হয়েছে।

করোনার সংক্রমণ রুখতে চলছে স্বাস্থ্য পরীক্ষা। ছবি: পিটিআই।

করোনার সংক্রমণ রুখতে চলছে স্বাস্থ্য পরীক্ষা। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১১:২৭
Share: Save:

দিন যত এগোচ্ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে ভারতে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৯। নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮। এ দিন মহারাষ্ট্র থেকে আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ৬৫ বছরের ওই বৃদ্ধ আমিরশাহি থেকে মুম্বইয়ে ফিরেছিলেন। সোমবার রাতে কস্তুরবা গাঁধী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই নিয়ে দেশে মৃত্যু হল ১০ জনের।

সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দেশ জুড়ে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৮টি জেলায় লকডাউন চালু করা হয়েছে। প্রতি দিন বিভিন্ন রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ দিন মহারাষ্ট্রে আরও ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে সে রাজ্যে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। ওই চার জনের মধ্যে ৩ জন পুণের এক জন সাতারার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে সংক্রমণের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। এই রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ জন। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৭। তার পরে কর্নাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাত-সহ আরও রাজ্য।

রাজ্যে রাজ্যে লকডাউন চালু করার পরেও অনেক জায়গাতেই সেই নিয়ম অমান্যের অভিযোগ উঠছে। আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। কলকাতার পুলিশ সুপার অনুজ শর্মা টুইট করে জানিয়েছেন আইন ভাঙার দায়ে গ্রেফতার করা হয়েছে ২৫৫ জনকে। পঞ্জাবে লকডাউনকে কার্যকরী করতে কার্ফু জারি করেছে সরকার। মহারাষ্ট্রেও কার্ফু জারি হয়েছে। কোনও কোনও রাজ্যে ১৪৪ ধারাও জারি করা হয়েছে।

আরও পড়ুন: লকডাউনের প্রথম সকালে কলকাতা প্রায় জনশূন্য, গ্রেফতার ২৫৫

আরও পড়ুন: ‘তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ’, ইউরোপে নতুন ভরকেন্দ্র স্পেন

অন্য দিকে, বিশ্বেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লক্ষ ৮৩ হাজার। মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে। এই সংখ্যাটা ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যায় চিনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ইটালি। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের। সেখানে চিনে মৃত্যু হয়েছে ৩ হাজার। তবে গোটা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন এক লক্ষেরও বেশি মানুষ।

রাজ্য

• মঙ্গলবার বিকেল ৫টা থেকে গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করল সরকার। চলবে ৩১ মার্চ পর্যন্ত। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• আরও দু’জনের করোনা সংক্রমণ ধরা পড়ল কলকাতায়।

• সংক্রমিতদের মধ্যে এক জন মিশর এবং অন্য জন লন্ডনফেরত।

• লকডাইনে স্তব্ধ কলকাতা-সহ গোটা রাজ্য।

• রাস্তাঘাটে সরকারি বা বেসরকারি গণপরিবহণ নেই।

• কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নাকা চেকিং।

• আইন ভাঙার দায়ে কলকাতায় গ্রেফতার ২৫৫ জন।

দেশ

• লকডাউন অমান্য করার জন্য পশ্চিম দিল্লিতে ৭৭ জন গ্রেফতার, ৬৭৪ জন আটক এবং ৬৬টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

• ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল গোয়া, সিকিম। সিকিমে লকডাউন কার্যকরী হচ্ছে ২৫ মার্চ থেকে।

• রাজ্যবাসীকে তিন মাসের অগ্রিম রেশন দেবে উত্তরাখণ্ড সরকার।

• মণিপুরে রাজ্যুজুড়ে কার্ফু জারি করল সরকার।

• ১১ হাজার মানুষকে কোয়রান্টিন করা হয়েছে। মঙ্গলবার জানাল গুজরাত সরকার।

• হিমাচল প্রদেশে কার্ফু জারি।

• গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও সংক্রমণ হয়নি দিল্লিতে, জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

• রাজ্যসভা নির্বাচন স্থগিত করে দিল নির্বাচন কমিশন।

• ওড়িশার ৩০টি জেলায় ২৯ মার্চ পর্যন্ত লকডাউন জারি।

• আজ রাত ৮টায় জাতির উদ্দেশে কোভিড-১৯ নিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

• সরকারের নির্দেশ অমান্য করার জন্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ১১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। লকডাউন ভাঙায় প্রায় ৩ হাজার গাড়িচালককে জরিমানা।

• সব রেশনকার্ডধারীদের চাল, চিনি এবং ১ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী।

• মহারাষ্ট্রে আরও ৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

• দিল্লিতে লকডাউন ভাঙার অভিযোগে ৯০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।

• মালয়েশিয়ায় আটকে থাকা ভারতীয়রা চেন্নাইয়ে পৌঁছেছেন।

• মণিপুরে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ল। ইম্ফলের বাসিন্দা বছর তেইশের তরুণী লন্ডনে ছিলেন।

• শাহিন বাগ থেকে সরিয়ে দেওয়া হল প্রতিবাদীদের।

• মধ্যপ্রদেশে ৩৮টি জেলায় লকডাউন।

আন্তর্জাতিক

• আইসল্যান্ডে প্রথম মৃত্যু ঘটল করোনার হানায়।

• ইটালিতে ২৪ স্বাস্থ্যকর্মীর মৃত্যু।

• তাইল্যান্ডে মঙ্গলবার নতুন করে ১০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের।

• দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা পৌঁছল ৫৫৪। ২১ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত।

• মায়ানমারে করোনার প্রথম সংক্রমণ ছড়াল।

• ইটালিতে প্রতি দিনের মৃত্যুর সংখ্যা কমছে।

• ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল স্থগিত করল পাকিস্তান।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অন্য বিষয়গুলি:

Coronavirus India করোনাভাইরাস
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy