আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: টুইটার থেকে নেওয়া।
পরিকল্পনা ছিল, গোটা দেশ মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে ঐক্যের বার্তা দেবে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সেই ডাকে সাড়া দিয়েছে দেশ। তবে কিছু কিছু মানুষের অতি উৎসাহ বড় বিপদও ডেকে এনেছে। সংবাদ সংস্থা এএনআই কয়েকটি ছবি প্রকাশ জানিয়েছে, রবিবার রাতে আতসবাজি থেকে চেন্নাইয়ে এক আবর্জনার স্তুপে আগুন যায়।
এএনআই এদিন চারটি ছবি প্রকাশ করে টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে, দূরে কোনও একটি জায়াগায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরের দু'টি ছবিতে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।
ছবিগুলির সঙ্গে পোস্টে জানানো হয়েছে, এটি তামিলনাড়ুর ছবি। চেন্নাইয়ের এর্নাভুর এলাকায় একটি আবর্জনা ফেলার জায়গায় আগুন লেগে যায়। রবিবার রাতে এলাকায় কিছু মানুষ বাজি ফাটান। সেই আগুন ছিটকে গিয়ে পড়ে আবর্জনার স্তুপে। তারপরই আগুন লেগে যায়।
আরও পড়ুন: লকডাউনে পাশের বাড়িতে কুকিজ বিলি করে আসছে বুলডগ!
আগুন লাগার খবর যায় স্থানীয় দমকলে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয় মানুষ ও দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন: স্তব্ধ ইটালিতে বারান্দা থেকে ঝুলছে ঝুড়ি! কেউ খাবার নিয়ে যাচ্ছেন, কেউ রেখে যাচ্ছেন
দেখুন সেই পোস্ট:
Tamil Nadu: Fire had broken out at a garbage dump in Ernavur area of Chennai last night after some firecrackers, being burst by people, fell on it. The fire was later doused with the help of three fire tenders. No casualties or injuries were reported. pic.twitter.com/IllTbXpiAt
— ANI (@ANI) April 6, 2020
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy