সমবায় ব্যাঙ্ক থেকে ২ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা! সম্প্রতি কর্নাটকের বিজয়নগরে ঘটনাটি ঘটেছে। গত প্রায় সপ্তাহখানেক ধরে টাকা পাঠালেও টাকা ঢুকছিল না বল্লরি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের (বিডিসিসি) গ্রাহকদের অ্যাকাউন্টে। তখনই তদন্তে জানা যায়, গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছে সাইবার জালিয়াতেরা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১০ জানুয়ারি জালিয়াতির ঘটনাটি ঘটে। কিন্তু তা প্রকাশ্যে আসে তিন দিন পর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মূলত ব্যাঙ্কের আরটিজিএস এবং এনইএফটি পরিষেবাকেই নিশানা করেছিল সাইবার অপরাধীরা। টাকা লেনদেনের সময় গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের বদলে বসিয়ে দেওয়া হয়েছিল অন্য অ্যাকাউন্ট নম্বর। গ্রাহকদের নাম বাদে যাবতীয় নথিও বদলে দেয় দুষ্কৃতীরা। ফলে বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও আদতে টাকা চলে যায় উত্তর ভারতের নানা রাজ্যের ২৫টি আলাদা আলাদা অ্যাকাউন্টে!
আরও পড়ুন:
ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্তের পর জানা গিয়েছে, যাঁরা যাঁরা ওই দিন পাঁচ লক্ষ বা তার বেশি অঙ্কের টাকা পাঠিয়েছেন, তাঁদের সকলের টাকাই চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এ ভাবে হাতিয়ে নেওয়া হয়েছে মোট ২ কোটি ৩৪ লক্ষ টাকা। বিষয়টি প্রকাশ্যে আসার পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তভার নিয়েছে বল্লরি সাইবার ইকোনমিক নারকোটিক্স (সিইএন) বিভাগ। আইটি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা।