ছবি: ভিডিয়ো থেকে
কেউ দিচ্ছেন গোমূত্র পানের নিদান। কেউ সেই তত্ত্বে বুক ঠুকে সিলমোহরও দিচ্ছেন। করোনার কোপ থেকে বাঁচতে আবার কেউ বা নানা ভাষায় আউড়ে যাচ্ছেন ‘মন্ত্র’। আর তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাধ্যমে। এ বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে নিয়ে ঠিক তেমনই এক ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছে সোশাল মিডিয়ায়। যেখানে ‘গো করোনা, করোনা গো’ — এই লবজের তালে তালে পা ফেলে নাচতে দেখা যাচ্ছে ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রীকে। কিন্তু বাস্তবে কি তাই ঘটেছে?
(বিপ্লব দেবের এই ভুয়ো ভিডিয়োই এখন ভাইরাল)
করোনা তাড়াতে গোমূত্র পানকে স্বীকৃতি দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং। হিন্দু মহাসভা আয়োজন করছে গোমূত্র পার্টির। আর সোশাল মিডিয়া ছেয়ে গিয়েছে সেই সব আজব দাওয়াইয়ের ভিডিয়োয়। এই সময় বিপ্লব দেবকে নিয়ে এই ভিডিয়ো সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। এর আগে একাধিক বার নানা পৌরাণিক বিষয়ে বেঁফাস মন্তব্য করে বসেছিলেন বিপ্লব। তাই নেটাগরিকরা সহজেই দুইয়ে দুইয়ে চার করে বিপ্লবকে নিয়ে কটাক্ষ করতে থাকেন। তীব্র শ্লেষও বর্ষিত হয় তাঁর উপর।
বিষয়টির সত্যতা খুঁজে বের করতে গিয়ে আনন্দবাজার ডিজিটালের হাতে আসে চমকপ্রদ তথ্য়। ভাইরাল হওয়া ভিডিয়োয় বিপ্লবকে যে নাচতে দেখা গিয়েছে, তা মিথ্যে নয়। বছর দুয়েক আগে আগরতলায় ইস্কনের রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে মঞ্চে উঠে কৃষ্ণ নামের সঙ্গে পা-ও মেলান ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী।
(আগরতলায় বিপ্লবের নাচের মূল ভিডিয়ো)
কিন্তু ব্যাকগ্রাউন্ডে ‘গো করোনা, করোনা গো’ বলে যে স্লোগান উঠছে তা আসলে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালের। দেশে করোনা আতঙ্ক যখন থাবা গাড়তে শুরু করেছে, তখন আসরে নেমেছিলেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ওই প্রতিমন্ত্রী। এখনও পর্যন্ত সারা দেশে করোনা সংক্রমণের মধ্যে রামদাসের রাজ্য মহারাষ্ট্রই সবচেয়ে এগিয়ে। সেখানেই ওই মারণ ভাইরাস তাড়াতে এমন কাণ্ড করতে দেখা গিয়েছিল ওই মোদীর মন্ত্রিসভার ওই সদস্যকে। যদিও এ নিয়ে তাঁর শিবিরের ব্যাখ্যা, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে কর্মসূচি চালানো হচ্ছিল।
(কেন্দ্রীয় মন্ত্রীর ‘গো করোনা’ স্লোগান)
Central Minister Mr Ramdas Athawale requests Corona to go back from India 🤣 pic.twitter.com/4FJmmwwxP3
— Santosh Addagulla (@santoshspeed) March 10, 2020
অর্থাৎ রামদাসের গলা আর বিপ্লবের নাচ। এই দুই জুড়ে তৈরি হয়েছে এমন ‘বকচ্ছপ’ ভিডিয়ো। আর দেশ জুড়ে করোনার আতঙ্কের মধ্যে এমন ভিডিয়োই এখন হাসির খোরাক হয়ে উঠেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy