আগুন নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনার বিরুদ্ধে দেশ এক সঙ্গে লড়াই করেছে, এই বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিরার ন’মিনিটের জন্য দেশবাসীকে ঘরের আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন করেছিলেন। কিন্তু এমন কিছু করতে বলেননি, যাতে কেউ নিজের গায়েই আগুন ধরিয়ে ফেলেন। কিন্তু সেই কাজই করতে দেখা গেল এক যুবককে।
কংগ্রেস নেতা সরল পটেল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রদীপ জ্বালানোর আহ্বান নিয়ে কয়েকটি টুইট করেন। সেখানে তিনি কিছু ভিডিয়ো পোস্ট করেন তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু মানুষ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে রাস্তায় রীতিমতো মিছিল করে নাচতে নাচতে যাচ্ছেন।
এই ভিডিয়োটির কমেন্ট বক্সে সরল আরও একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে এক যুবক রাস্তায় বেরিয়েছেন হাতে একটি ছোট মশাল নিয়ে। তিনি মুখ থেকে স্পিরিটের মতো কিছু সেই মশালে ছিটিয়ে দিচ্ছেন, ফলে আগুন বড় হয়ে উঠছে। প্রথম বার কোনও বিপত্তি ছাড়াই তিনি এই খেলা দেখান। কিন্তু পরের বার করতে গিয়েই বিপত্তি!
আরও পড়ুন: স্তব্ধ ইটালিতে বারান্দা থেকে ঝুলছে ঝুড়ি! কেউ খাবার নিয়ে যাচ্ছেন, কেউ রেখে যাচ্ছেন
দ্বিতীয় বার যেই ওই যুবক মশালের আগুনে স্পিরিট ছিটিয়ে দেন সেই আগুন ঘুরে এসে তাঁর মুখ পর্যন্ত পৌঁছে যায়। মুখের কিছুটা অংশ স্পিরিটে ভিজে থাকায় তাতে আগুন জ্বলতে শুরু করে।
যুবকের মুখে আগুন লাগতে দেখে আশপাশে যাঁরা ছিলেন, ছুটে আসেন। কোনও রকমে তাঁরা হাত দিয়েই ওই যুবকের মুখের আগুন নেভান। মুখ পুড়তে পুড়তে বেঁচে যান ওই যুবক।
আরও পড়ুন: অতিউৎসাহের ফল, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে গিয়ে অগ্নিকাণ্ড!
ভিডিয়োটি বাড়ির ছাদ থেকে মোবাইলে রেকর্ড করা হয়েছে। পরে সেটি টুইটারে আপলোড করেন সরল। তবে সরল নিজে এটি রেকর্ড করেছেন কিনা বা এটি ঠিক কোন জায়গার ঘটনা, তা তিনি উল্লেখ করেননি।
দেখুন সেই ভিডিয়ো:
9) @narendramodi ji, it seems one of your bhakts almost burnt himself. Please avoid such tasks in the future to save their lives.
— Saral Patel (@SaralPatel) April 5, 2020
PS: I hope this person is safe and unhurt. #9बजे9मिनट #9baje9mintues #अंधेर_नगरी_चौपट_राजा #9MinutesForIndia #9Minute9baje #IndiaFightsCorona pic.twitter.com/jGYfnOxXmU
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy