Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Coronavirus

করোনা: মৃত্যু এ বার মুম্বইয়েও

সম্প্রতি ওই বৃদ্ধ দুবাই থেকে ফেরেন। অসুস্থ হয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৩:০৪
Share: Save:

করোনাভাইরাসে আরও একটি মৃত্যু এ দেশে। এই নিয়ে তিন জন। দিল্লি ও কর্নাটকের কলবুর্গীর দুই প্রবীণের পরে আজ মুম্বইয়ে মারা গেলেন ৬৩ বছরের এক বৃদ্ধ।

সম্প্রতি ওই বৃদ্ধ দুবাই থেকে ফেরেন। অসুস্থ হয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ছিলেন। পরে মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে রেফার করা হয় তাঁকে। স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, বৃদ্ধের স্ত্রীও করোনায় আক্রান্ত। তাঁর অবস্থা স্থিতিশীল। সূত্রের দাবি, হাসপাতালে ভর্তির সময়ে দুবাই যাওয়ার কথা বলেননি বৃদ্ধ। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের অবশ্য বক্তব্য, ওই বৃদ্ধের একাধিক শারীরিক সমস্যা ছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পশ্চিমবঙ্গে প্রথম করোনা-সংক্রমণ নিশ্চিত হয়েছে আজই। সেই হিসেবে ভারতে এই নিয়ে ২৪ জন বিদেশি-সহ ১৩৮ জন করোনায় আক্রান্ত হলেন। কেন্দ্র অবশ্য জানাচ্ছে, ১৪ জন করোনা-রোগী সেরেও উঠেছেন। রাজ্যসভায় আজ তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ প্রয়োগ করা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পরেই গবেষকেরা এর অনুমতি দিয়েছেন। করোনা রুখতে বিশ্বে যা যা পদক্ষেপ হচ্ছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর বিজ্ঞানীরা সে ব্যাপারে ওয়াকিবহাল।

কেন্দ্রের নির্দেশিকা

মাস্ক ব্যবহার করুন

• আপনার উপসর্গ (কাশি, জ্বর বা শ্বাসকষ্ট) থাকলে

• করোনা-আক্রান্তের সেবা করছেন

• আপনি একজন স্বাস্থ্যকর্মী এবং শ্বাসজনিত সমস্যা নিয়ে রোগীদের চিকিৎসা করছেন

মাস্ক পরার সময় খেয়াল রাখবেন

• মাস্কের প্লিট এমন ভাবে খুলতে হবে, যাতে তার মুখ নীচের দিকে থাকে

• প্রতি ৬-ঘণ্টা অন্তর বা ভিজে গেলে মাস্ক পরিবর্তন

• নিজের মুখ, নাক ও চোয়ালের ওপর মাস্কটি ধরুন। মাস্কের দু’ধারে ফাঁকফোঁকর যেন না থাকে

• মাস্ক যাতে মুখের সঙ্গে সেঁটে থাকে, তার জন্য প্রয়োজনে তা ছোট বা বড় করে নিন

• ডিজপোজেবল মাস্ক পুনর্ব্যবহার করবেন না। ব্যবহারের পর জীবাণুমুক্ত করে মাস্কগুলি যথাযথ জায়গায় ফেলে দিন।

• ব্যবহারের সময় মাস্কে হাত দেবেন না

• মাস্ক খোলার সময় বাইরের স্তরে হাত লাগাবেন না

• মাস্ক গলা থেকে ঝুলিয়ে রাখবেন না

• মাস্ক খোলার পর সাবান বা হ্যান্ডরাব দিয়ে হাত ধুতে হবে

আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব আজ বলেন, সংক্রমণের তৃতীয় ধাপ, অর্থাৎ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ রোখাই এখন তাঁদের লক্ষ্য। সীমান্ত কতটা কঠোর ভাবে বন্ধ করা যাচ্ছে, তার উপরেই এটি নির্ভর করছে। বাড়ানো হচ্ছে পরীক্ষাগারের সংখ্যাও।

এখনও পর্যন্ত শুধুমাত্র সরকারি পরীক্ষাগারে করোনা-পরীক্ষা হচ্ছিল। শীঘ্রই অন্তত ৬০টি স্বীকৃত বেসরকারি পরীক্ষাগারকে করোনা-পরীক্ষা করার ছাড়পত্র দেওয়া হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘‘বেসরকারি পরীক্ষাগারগুলির নাম এখনও চূড়ান্ত হয়নি। বিধি স্থির করা হচ্ছে। রোজ প্রায় ৬০০ নমুনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষার ৬০ হাজার কিট মজুত রয়েছে। আরও ২ লক্ষ কিটের বরাত দেওয়া হয়েছে।’’

দেশে মৃত্যু ৩ আক্রান্ত ১৩৮

• তাজমহল, লাল কেল্লা-সহ এএসআইয়ের অধীন সমস্ত সৌধ ও জাদুঘর বন্ধ

• আফগানিস্তান, ফিলিপিন্স ও মালয়েশিয়া থেকে এলে প্রবেশ নিষেধ

• চিকিৎসায় ক্ষেত্রবিশেষে অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ(এইচআইভি রেট্রো ভাইরাস, করোনা চিকিৎসায় এইচআইভি-র কিছু ওষুধও প্রয়োগ করে
দেখা হচ্ছে)

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নির্দেশিকা

• ভাইরাস ধরা পড়ার সময়সীমা দু’সপ্তাহ

• গত দু’সপ্তাহের মধ্যে যে ভারতীয় বা বিদেশিরা দেশে এসেছেন, তাঁদের খুঁজে বার করতে হবে রাজ্যগুলিকে।

• অভিবাসন দফতর এ কাজে সহযোগিতা করবে

• বিপর্যয় মোকাবিলা আইনে নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন বলবে, ১ জানুয়ারি থেকে যাঁরা দেশে এসেছেন, তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে স্বেচ্ছায় গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাবেন

• স্বাস্থ্য মন্ত্রকের বিধি অনুযায়ী স্বাস্থ্যপরীক্ষা

• স্বেচ্ছাসেবী সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধিদের এ কাজে যুক্ত করতে হবে

• এই সময়সীমার মধ্যে যাঁরা দেশের অন্যত্র বা বিদেশে গিয়েছেন, তাঁদের তথ্য নথিবদ্ধ করতে হবে

• সংশ্লিষ্টদের চিহ্নিত করতে বিশেষ দায়িত্ব এসপি-র

যদিও ঘনবসতিপূর্ণ শহরগুলিতে করোনার যথাযথ পরীক্ষা ও বাসিন্দাদের মধ্যে নিরাপদ পারস্পরিক দূরত্ব বজায় রাখা সম্ভব কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ। এমনকি ১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা দশ গুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আইসিএমআর-এর প্রাক্তন প্রধান টি জেকব জন। তিনি বলেন, ‘‘লোকে বুঝতে পারছে না, ভারতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে।’’

কারও কারও দাবি, ইরানে গিয়ে ২৫৪ জন ভারতীয় তীর্থযাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। কুম শহরের নানা জায়গায় রাখা হয়েছে তাঁদের। ভারতীয় চিকিৎসকেরা নাকি তাঁদের নামের তালিকাও তৈরি করেছেন। আজ এ নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব দাম্মু রবি বলেন, ‘‘এমন কিছু হয়েছে কি না, নিশ্চিত বলতে পারছি না। যে তালিকা ছড়াচ্ছে, তা ঠিক কি না, তা-ও জানি না। ইরানে যতটা ব্যাপক ভাবে ভাইরাস ছড়িয়েছে, তাতে হয়তো আপনারা দেখবেন, কয়েক জন ভারতীয় তীর্থযাত্রীও সংক্রমিত হয়েছেন।’’ আজই ইরান থেকে সব ভারতীয় ছাত্রকে অবিলম্বে সরিয়ে আনার একটি আর্জির জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হয়েছে দিল্লি হাইকোর্ট।

আপাতত কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রকে থার্মাল স্ক্যানার বসছে। বন্ধ হচ্ছে সাক্ষাৎপ্রার্থীদের প্রবেশের ‘পাস’। মহারাষ্ট্রে সরকারি অফিস আগামী সাত দিন বন্ধ। ভীমা-কোরেগাঁও হিংসার তদন্ত কমিশন পুণে থেকে সরে আসছে মুম্বইয়ে। মুম্বইয়ে মদ্যপ গাড়িচালক ধরতে ব্রেথ অ্যানালাইজ়ার যন্ত্রও ব্যবহার করছে না পুলিশ। মধ্য রেল ৩১ মার্চ পর্যন্ত ২৩টি ট্রেন বাতিল করেছে। ধানবাদে ইন্ডিয়ান স্কুল অব মাইনস (আইএসএম-আইআইটি)-র হস্টেল খালি করে দিতে বলা হয়েছে। তবে সেখানকার ৬০ জন বিদেশি ছাত্রছাত্রীকে ভিসা না-পাওয়া পর্যন্ত ওই হস্টেলের ভিতরেই থাকতে বলা হয়েছে। অসমে সিএএ-বিরোধী আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করেছে ‘আসু’। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত কাল করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়োর সঙ্গে ফোনে কথা বলেন। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মর্গান অর্টাগাস জানিয়েছেন, ‘‘কোভিড-১৯ রুখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজোট।’’ করোনা রুখতে ভারতের উদ্যোগের প্রশংসা করেছেন ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হেঙ্ক বেকেডাম এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অন্য বিষয়গুলি:

Coronavirus Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy