কাশ্মীরে অজিত ডোভাল। —ফাইল চিত্র।
যে ভিডিয়ো দেখিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গত কাল কাশ্মীরের স্বাভাবিক ছবি তুলে ধরতে চেয়েছিলেন, তা নিয়েই আজ প্রশ্ন উঠেছে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের কথায়, ‘‘ওই ভিডিয়োর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। টাকা দিয়ে অনেক কিছুই করা যায়।’’ বিজেপি নেতা রাম মাধব পাল্টা বলেন, ‘‘আজাদের মতো নেতাদের জন্যই কাশ্মীরের ওই অবস্থা।’’ বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেন, ‘‘আজাদ পাকিস্তানের সুরে কথা বলছেন। ’’
কার্ফুর মধ্যেই ডোভাল শোপিয়ানে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন, এমন একটি ভিডিয়ো কাল প্রচার করা হয়েছিল। যেখানে কাশ্মীর নিয়ে কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করার পাশাপাশি স্থানীয় কাশ্মীরিদের আশ্বাস দিতেও দেখা যায় তাঁকে।
ডোভাল তাঁদের বলেন, সব ঠিক হয়ে যাবে। পরে তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন ডোভাল। শ্রীনগরে গুলাম নবি আজাদকে ওই ভিডিয়ো নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা বলেন, ‘‘টাকা দিয়ে এমন সমর্থন কেনা যায়। বাস্তব চিত্র ভিন্ন।’’ ক্ষুব্ধ আজাদের কথায়, কার্ফু জারি করে জম্মু ও কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হল।
NSA Ajit Doval eating lunch with Kashmiri locals in Shopian of South Kashmir this afternoon. Normalcy being slowly restored in the valley. What a remarkable gesture by the NSA! Interacting with people on ground and checking on their safety, security and well being! #Peace pic.twitter.com/MqVmhu1B2h
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 7, 2019
এ দিন সকাল সাড়ে এগারোটায় শ্রীনগর বিমাবন্দরে নামেন আজাদ। সেখানেই তাঁকে আটকায় পুলিশ। বলা হয়, নিষেধাজ্ঞা থাকায় তিনি বিমানবন্দরের বাইরে যেতে পারবেন না। শেষ পর্যন্ত বিকেল সাড়ে চারটের বিমানে দিল্লি ফিরে আসেন আজাদ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy