Advertisement
০২ নভেম্বর ২০২৪
Kedarnath Temple

কেদারনাথ মন্দিরের ভিতরে সোনার বদলে পিতল, ১২৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওড়ালেন কর্তৃপক্ষ

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দাবি করা হয় যে, মন্দিরের গর্ভগৃহের ভিতর যেটিকে সোনার মোড়ক বলে দাবি করা হচ্ছে, সেটি আদতে পিতল দিয়ে তৈরি।

Conspiracy, Kedarnath Temple officials on gold turning into brass videos

কেদারনাথ মন্দির। —পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
দেহরাদূন শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১৮:৩৮
Share: Save:

উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে সোনার বদলে পিতলের মোড়ক লাগানোর অভিযোগ উঠেছিল। মন্দির সংস্কারে ১২৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছিলেন সেখানকার পুরোহিত সন্তোষ ত্রিবেদী। তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে মন্দির পরিচালন সংস্থা বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) জানাল, পুরোটাই ‘চক্রান্ত’।

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দাবি করা হয় যে, মন্দিরের গর্ভগৃহের ভিতর যেটিকে সোনার মোড়ক বলে দাবি করা হচ্ছে, সেটি আদতে পিতল দিয়ে তৈরি। একটি ভিডিয়োয় দেখা যায়, মন্দিরের সংস্কারের কাজের সঙ্গে যুক্ত কিছু কর্মী তাঁদের ব্যাগ থেকে কৌটো বের করছেন। সেগুলির উপর লেখা ‘গোল্ড ওয়াশ’। কৌটোয় থাকা কৃত্রিম রঙ দিয়েই পিতলের মোড়ককে সোনালি করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন একাংশ। যদিও ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

এই আবহেই ওই মন্দিরের পুরোহিত তথা ‘তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত’ নামের একটি সংগঠনের সহ-সভাপতি সন্তোষ জানান, মন্দিরের ভিতর সোনার পাতের বদলে পিতলের পাত লাগানো হয়েছে। এতে ১২৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

মন্দির কমিটির প্রধান অজেন্দ্র রাইয়ের অবশ্য বক্তব্য, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের উদ্যোগের ফলেই কেদারনাথে আসা পুণ্যার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মন্দির কর্তৃপক্ষের একটি সূত্র মারফত জানা গিয়েছে, এক ব্যবসায়ী বিপুল পরিমাণ সোনা দান করেছিলেন। এই প্রসঙ্গে অজেন্দ্র জানান, দাতা এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর অনুমতি নিয়েই মন্দিরের গর্ভগৃহে সোনার পাত লাগানো হয়েছে। এই সংক্রান্ত সমস্ত নথিও রাখা রয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

অন্য বিষয়গুলি:

Kedarnath Temple gold Brass Conspiracy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE