সোহনা এবং মোহনা ছবি: টুইটার।
একই শরীরে দু’জন মানুষ। এ রকম আমরা আগেও দেখেছি। কিন্তু বাস্তবে তাঁরা রীতিমতো চলে ফিরে বেড়াচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন—এমন বড় একটা দেখা যায় না। পঞ্জাবের অমৃতসরের সোহনা এবং মোহনা সে রকমই। হাজার শারীরিক প্রতিকূলতাকে হারিয়ে পেলেন সরকারি চাকরি। তাঁদের জীবন থেকে অনেকেই প্রেরণা পেতে পারেন।
১৯ বছরের সোহনা এবং মোহনা গত ২০ ডিসেম্বর পঞ্জাবের রাজ্য বিদ্যুৎ কর্পোরেশনে চাকরিতে নিযুক্ত হয়েছেন। মাইনে ২০ হাজার টাকা। ছোটবেলায় থেকেই পড়াশোনায় ভাল দুই ভাই। স্কুলের পাঠ শেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছিলেন। তখন থেকেই তাঁরা সংস্থার নজরে ছিলেন। পড়া শেষ হতেই তাঁদের নিযুক্ত করল রাজ্য বিদ্যুৎ দফতর।
Amritsar | Conjoined twins, Sohna and Mohna, bag a job in the Punjab State Power Corporation Limited (PSPCL)
— ANI (@ANI) December 23, 2021
"We're very glad about the job & have joined on Dec 20. We thank the Punjab govt & the Pingalwara institution, which schooled us, for the opportunity," they say pic.twitter.com/vNieE4jBiJ
বিদ্যুৎ সংস্থার আধিকারিক রবীন্দ্র কুমার বলেন, ‘‘সোহনা এবং মোহনা বৈদ্যুতিক যন্ত্রাংশের দেখাশোনা করবেন। তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতেই এই কাজে নিযুক্ত করা হয়েছে।’’
পঞ্জাব সরকারকে ধন্যবাদ জানিয়ে দুই ভাই বলেন, “চাকরি পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং পঞ্জাব সরকারকে ধন্যবাদ এই সুযোগটি দেওয়ার জন্য।”
২০০৩ সালে নয়দিল্লিতে জন্ম দুই ভাইয়ের। জন্ম থেকেই তাঁদের মাথা, হাত, শিরদাঁড়া ও হৃৎপিণ্ড আলাদা, কিন্তু শরীরের নিচের অংশ একটাই। জন্মের পরই বাবা-মা দু’জনকে পরিত্যাগ করেন। দিল্লি এমসের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁদের আলাদা করার চেষ্টা করলেও শারীরিক জটিলতার কারণে সক্ষম হননি।
এর পর তাঁরা এ ভাবেই বড় হতে থাকেন। স্কুলের পাঠ শেষ করে ডিপ্লমা করেন। অতঃপর সরকারি চাকরি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যে এগিয়ে চলা যায়, তা দেখিয়ে দিলেন সোহনা এবং মোহনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy