কাঁপুনি ধরানো ঠান্ডায় সবাই যখন কাঁপছেন তখন সাদা টি-শার্টে রাহুল চোখ টানছেন সবার। ছবি— পিটিআই।
সোয়েটারের উপর সোয়েটার চাপিয়েও যেখানে কাঁপুনি থামানো যাচ্ছে না, সেখানে তিনি কিনা পাতলা টি-শার্টে হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছেন! উত্তর ভারতের প্রবল ঠান্ডার মধ্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কী করে একটা টি-শার্ট পরে হাঁটছেন? এ বার টি-শার্ট রহস্য ফাঁস করলেন রাহুল। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা প্রবেশ করেছে হরিয়ানায়। সেখানে তিনি খোলসা করলেন টি-শার্ট রহস্য।
রাহুলের পোশাক নিয়ে ইদানীং আলোচনা সর্বত্র। উত্তর ভারতের হাড় কাঁপানো ঠান্ডায় একটা পাতলা টি-শার্ট পরে কী করে থাকতে পারছেন রাহুল? কেনই বা কেবলমাত্র টি-শার্টেই দেখা যাচ্ছে রাজীব- তনয়কে? হাজারো প্রশ্নের জবাব দিলেন তিনি। সোমবার সন্ধ্যায় অম্বালায় একটি পথসভায় রাহুল বলেন, ‘‘একদিন তিনটি গরিব শিশু আমার কাছে এল। দেখি, ওরা ঠান্ডায় কাঁপছে। কারণ ওদের কারও পরনে নেই কোনও গরম জামা। সেই দিনই আমি একটা সিদ্ধান্ত নিই। ঠিক করি, যত দিন না আমি ঠান্ডায় কেঁপে উঠছি, তত দিন আমি সোয়েটার পরব না। শুধু মাত্র টি-শার্টই পরে থাকব।’’
রাহুল জানান, ওই তিনটি শিশুকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। বলেন, ‘‘যখন আমিও কাঁপতে শুরু করব, সে দিন সোয়েটার পরার কথা ভাবব। আমি ওই বাচ্চা তিনটিকে বার্তা দিতে চাই, যদি তোমাদের ঠান্ডা লাগে, তা হলে রাহুল গান্ধীরও ঠান্ডা লাগবে।’’
इस टी-शर्ट से बस इतना इज़हार कर रहा हूं,
— Rahul Gandhi (@RahulGandhi) January 9, 2023
थोड़ा दर्द आपसे उधार ले रहा हूं। pic.twitter.com/soVmiyvjqA
গত সপ্তাহে ওয়েনাড়ের সাংসদ হাঁটছিলেন উত্তরপ্রদেশে। সেখানেও একই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই সময় রাহুলের জবাব ছিল, ‘‘শুধু আমাকেই দেখছেন কেন? আমার চারপাশে যে গরিব কৃষক, শ্রমিকেরা হাঁটছিলেন, তাঁদের গায়ে ছেঁড়া জামা চোখ এড়িয়ে গেল!’’ রাহুলের কথায়, ‘‘আমার টি-শার্ট পরা-না পরা কোনও প্রশ্ন নয়। আসল প্রশ্ন হল, দেশের গরিব কৃষক, শ্রমিক এবং তাঁদের পরিবারকে কেন প্রবল শীতেও ছেঁড়া জামা পরে থাকতে হচ্ছে?’’
বর্তমানে ভারত জোড়ো যাত্রা হরিয়ানায় পৌঁছেছে। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয় কংগ্রেসের পদযাত্রা। আগামী ৩০ জানুয়ারি শ্রীনগরে তা শেষ হবে। সেখানে রাহুল জাতীয় পতাকা উত্তোলন করবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy