শশী তারুরের ক্ষোভ নিরসনে কেরলের নেতাদের নির্দেশ দিল কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। আগামী বছর কেরলের বিধানসভা ভোটের আগে দলে প্রকাশ্য বিবাদ চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড। শীর্ষনেতৃত্বের নির্দেশে আজ কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুরের সঙ্গে কথা বলেছেন। তাঁকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সুধাকরণের কথায়, “তারুর দল ছাড়বেন না। তবে তাঁর সীমা ছাড়ানো উচিত নয়।” কংগ্রেসের একটি সূত্রের ব্যাখ্যা, তারুর কংগ্রেস ছেড়ে বিজেপিতে না গেলেও সিপিএমে যেতে পারেন বলে জল্পনা চলছিল। সিপিএমের কেরলের একাধিক নেতা এ বিষয়ে তারুরকে ‘ইতিবাচক বার্তা’ দেওয়ার পরেই কংগ্রেস শীর্ষনেতৃত্বে সক্রিয় হয়েছে।
কংগ্রেসকে চাপে ফেলে তারুর একদিকে নরেন্দ্র মোদীর আমেরিকা সফর, অন্যদিকে পিনারাই বিজয়নের বাম সরকারের প্রশংসা করেছিলেন। বলেছিলেন, কেরল কংগ্রেসে নেতার অভাব রয়েছে। আজও তিনি কেরলের শিল্প সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতির খবর তুলে ধরে বলেছেন, আর্থিক উন্নয়ন দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। এর আগে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে ইভিএম নিয়ে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে তারুর বলেছিলেন, এগুলি আমজনতার বিষয় নয়। রাহুল গান্ধী সেই যুক্তি নাকচ করে দিয়েছিলেন।
তারুরের সঙ্গে রাহুল ইতিমধ্যেই বৈঠক করেছেন। তবে তারুরের ক্ষোভ মেটেনি। রাহুলের সময় পেতেই তাঁকে বহুদিন অপেক্ষা করতে হয়েছে বলে সূত্রের খবর। ক্ষোভ বুঝিয়ে তারুর বলেছিলেন, দল তাঁকে না চাইলে বিকল্প খোলা রয়েছে। এই মন্তব্যের পরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ই পি জয়রাজন, আইজ্যাক থমাস মন্তব্য করেছেন, তারুরের উচিত কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)