গলির ভিতরে ঢুকতেই একা পেয়ে ছাত্রীকে গুলি যুবকের। ছবি সৌজন্য টুইটার।
কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল নবম শ্রেণির ছাত্রী। বুধবার সন্ধ্যা তখন সাড়ে ৭টা। তাকে অনেক ক্ষণ ধরেই অনুসরণ করছিলেন এক যুবক। তরুণী একটি সরু গলিতে ঢুকতেই তার খুব কাছে চলে আসেন যুবক। তার পর ব্যাগ থেকে বন্দুক বার করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই ছাত্রীকে ঘাড়ে গুলি করে। ছাত্রী মাটিতে লুটিয়ে পড়তেই সেখান থেকে দৌড়ে পালান তিনি। ভয়ঙ্কর সেই দৃশ্য ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়।
Bihar| A vegetable vendor’s daughter shot yesterday in Indrapuri locality of Sipara area of Beur PS in Patna. Injured girl who was shot in the neck is undergoing treatment in a private hospital. Matter is being said to be a love affair: Patna Police
— ANI (@ANI) August 18, 2022
(Visuals: CCTV footage) pic.twitter.com/kHbddcU2L1
ঘটনাটি বিহারের রাজধানী পটনার ইন্দ্রপুরী এলাকার। পুলিশ জানিয়েছে, ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাঁকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে ব্যর্থ প্রেম। তবে সঠিক বিষয়টি কী তা জানার জন্য ছাত্রীর বয়ান নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, ছাত্রীর বাবা এক জন সব্জি বিক্রেতা। পুরনো কোনও শত্রুতা এর পিছনে কাজ করেছে কি না তা-ও খতিয়ে দেখা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy