Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
National News

নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসের আক্রমণ ভোঁতা করতে মনমোহনকে ‘ঢাল’ করল বিজেপি

প্রথম ইউপিএ সরকারের আমলে তদানীন্তন বিরোধী দলনেতা মনমোহন সিংহ নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যসভায় কী কী বলেছিলেন, তার পুরনো ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়।

রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ছবি- টুইটারের সৌজন্যে।

রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ছবি- টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৩
Share: Save:

নিজেদের বাঁচাতে এ বার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ‘ঢাল’ হিসাবে ব্যবহারের চেষ্টা করল বিজেপি। প্রথম ইউপিএ সরকারের আমলে তদানীন্তন বিরোধী দলনেতা মনমোহন সিংহ নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যসভায় কী কী বলেছিলেন, তার পুরনো ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়।

নতুন আইন নিয়ে কংগ্রেসের আক্রমণকে ভোঁতা করতেই বিজেপির এই চাল বলে মনে করছে রাজনৈতিক মহল।

সেই ভিডিয়োয় রাজ্যসভার তদানীন্তন চেয়ারপার্সনের উদ্দেশে মনমোহনকে বলতে শোনা যাচ্ছে ‘‘ম্যাডাম এই বিষয়ে আমার কিছু বলার আছে। আমরা শরণার্থীদের কী চোখে দেখছি তা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। আমাদের দেশভাগের পর যাঁরা সংখ্যালঘু হয়ে পড়লেন বাংলাদেশের মতো দেশগুলিতে তাঁদের অনেক নিপীড়ন সইতে হয়েছে। এখনও হচ্ছে। ওই সব মানুষকে যদি বাধ্য হয়ে নিজেদের বাঁচাতে আমাদের দেশে ঢুকতে হয় তা হলে আমি বলব আমাদের নৈতিক বাধ্যবাধকতা হবে সেই হতভাগ্য মানুষদের পাশে দাঁড়ানো। ওই সব মানুষ যদি আমাদের দেশে আশ্রয় নিতে চান তা হলে আমাদেরও উদার হওয়া উচিত।’’ রাজ্যসভার রেকর্ড বলছে মনমোহন রাজ্যসভায় ওই ভাষণ দিয়েছিলেন ২০০৩ সালে। সেই ভাষণের ভিডিয়োটি বিজেপির তরফে টুইট করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

রাজ্যসভার রেকর্ড বলছে মনমোহন রাজ্যসভায় ওই ভাষণ দিয়েছিলেন ২০০৩ সালে। সেই ভাষণের ভিডিয়োটি বিজেপির তরফে টুইট করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

সেই ভিডিয়োয় রাজ্যসভার তদানীন্তন চেয়ারপার্সনের উদ্দেশে মনমোহনকে বলতে শোনা যাচ্ছে ‘‘ম্যাডাম এই বিষয়ে আমার কিছু বলার আছে। আমরা শরণার্থীদের কী চোখে দেখছি তা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। আমাদের দেশভাগের পর যাঁরা সংখ্যালঘু হয়ে পড়লেন বাংলাদেশের মতো দেশগুলিতে তাঁদের অনেক নিপীড়ন সইতে হয়েছে। এখনও হচ্ছে। ওই সব মানুষকে যদি বাধ্য হয়ে নিজেদের বাঁচাতে আমাদের দেশে ঢুকতে হয় তা হলে আমি বলব আমাদের নৈতিক বাধ্যবাধকতা হবে সেই হতভাগ্য মানুষদের পাশে দাঁড়ানো। ওই সব মানুষ যদি আমাদের দেশে আশ্রয় নিতে চান তা হলে আমাদেরও উদার হওয়া উচিত।’’

মনমোহনের ভাষণের সময় রাজ্যসভায় বসেছিলেন তদানীন্তন উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তাঁকে উদ্দেশ করে মনমোহনকে ওই ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘‘আমি আন্তরিক ভাবেই আশা করব, আগামী দিনে নাগরিকত্ব আইন নিয়ে ভাবনাচিন্তার সময় আমাদের মাননীয় উপ-প্রধানমন্ত্রী এই কথাগুলি মাথায় রাখবেন।’’

অন্য বিষয়গুলি:

Ammended Citizenship Act Manmohan Singh BJP মনমোহন সিংহ বিজেপি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy